বিক্ষোভের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা


প্রকাশিত: ০৬:৪৩ পিএম, ১২ সেপ্টেম্বর ২০১৫
ভ্যাট প্রত্যাহারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা : ফাইল ছবি

বেসরকারি বিশ্ববিদ্যালয়, মেডিকেল ও ইঞ্জিনিয়ারিং কলেজগুলোর টিউশন ফির উপর আরোপিত সাড়ে সাত শতাংশ ভ্যাট প্রত্যাহারের দাবিতে শিক্ষার্থীদের চলমান বিক্ষোভের মধ্যে বেশ কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয় তাদের ক্লাস-পরীক্ষা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।

শনিবার সন্ধ্যায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. সাহুল আফজাল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের এক নোটিশে জানিয়েছেন, অনিবার্য কারণবসত রোববার বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে।

শান্তা-মরিয়ম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনলোজির ওয়েবসাইটে বিশ্ববিদ্যালয়টির পরীক্ষা নিয়ন্ত্রক জানান, বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত স্থগিত করা হয়েছে। ওয়ার্ল্ড ইউনিভার্সিটিও পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সব ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে বলে জানিয়েছে।

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ধানমণ্ডি ক্যাম্পাসের একাডেমিক ও প্রশাসনিক সব কার্যক্রম রোববার স্থগিত থাকবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এ কে এম ফজলুল হক।

এছাড়া ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটিও ফল সেমিস্টারে ভর্তি হওয়া নতুন শিক্ষার্থীদের ক্লাস শুরুর তারিখ পিছিয়েছে। ১৫ সেপ্টেম্বরের বদলে এই ক্লাস শুরু হবে ৩০ সেপ্টেম্বর।

বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।