সিলেটের ৫ উপজেলায় হচ্ছে আয়কর মেলা


প্রকাশিত: ০৩:২০ পিএম, ১২ সেপ্টেম্বর ২০১৫

স্বেচ্ছায় আয়কর দিতে মানুষকে উদ্বুদ্ধকরণের লক্ষ্যে ষষ্ঠবারের মতো দেশে আয়কর মেলার আয়োজন করতে যাচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এবারের আয়কর মেলার বিশেষত্ব হচ্ছে, এই প্রথমবারের মতো বিভাগীয় ও জেলা শহরের পাশাপাশি দেশের ৮৬টি উপজেলাতেও একযোগে আয়কর মেলার আয়োজনের প্রস্তুতি নিচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড।

এই ৮৬ উপজেলার মধ্যে সিলেট বিভাগের পাঁচটি উপজেলাও রয়েছে। প্রথমবারের মতো এই পাঁচ উপজেলায় হবে আয়কর মেলা। উপজেলাগুলো হচ্ছে সিলেটের গোলাপগঞ্জ ও বালাগঞ্জ, সুনামগঞ্জের ছাতক, হবিগঞ্জের মাধবপুর এবং মৌলভীবাজারের শ্রীমঙ্গল।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, প্রতিবছর ১৬ সেপ্টেম্বর দেশে জাতীয় আয়কর দিবস পালন করা হয়। একই সঙ্গে ১৬ থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত বিভাগীয় শহরগুলোতে আয়োজন করা হয় সপ্তাহব্যাপী আয়কর মেলার। কিন্তু এবারই প্রথমবারের মতো উপজেলা পর্যায়েও আয়কর মেলা করার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড।

মূলত আয়কর বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি, আয়কর দিতে মানুষকে উদ্বুদ্ধ করে তোলা, আয়কর দেয়া অবশ্য কর্তব্য এসব বিষয়ে মানুষকে জানান দিতেই এবার উপজেলা পর্যায়ে আয়কর মেলা করা হচ্ছে। গত ৪ জুন জাতীয় সংসদে বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতও উপজেলা পর্যায়ে আয়কর মেলার আয়োজনের ইঙ্গিত দিয়েছিলেন। শেষ পর্যন্ত তার সেই ইঙ্গিতের বাস্তবায়ন ঘটছে।

জানা যায়, রাজধানী, বিভাগীয় শহর ও জেলার বাইরে দেশের ৮৬টি উপজেলায় এবার আয়কর মেলার আয়োজন করা হচ্ছে। তবে উপজেলা পর্যায়ে আয়কর মেলার স্থায়িত্ব হবে দুই থেকে তিন দিন। আয়কর মেলা অনুষ্ঠিত হতে যাওয়া দেশের ৮৬টি উপজেলার মধ্যে সিলেট বিভাগের পাঁচটি উপজেলা রয়েছে।

এ ব্যাপারে সিলেট কর অঞ্চলের কর কমিশনার মো. মাহমুদুর রহমান জাগো নিউজকে জানান, সিলেটে প্রথমবারের মতো উপজেলা পর্যায়ে আয়কর মেলা অনুষ্ঠিত হবে। সিলেটের পাঁচটি উপজেলায় এই মেলা হবে। এ লক্ষ্যে প্রস্তুতিও নেয়া হয়েছে। মানুষের মধ্যে আয়কর বিষয়ে সচেতনতা সৃষ্টির জন্যই এবার উপজেলা পর্যায়ে আয়কর মেলার আয়োজন করা হচ্ছে।

প্রসঙ্গত, ২০১০ সাল থেকে এনবিআর কর প্রদানে উৎসাহিত করতে আয়কর মেলা চালু করে। প্রথম দিকে ঢাকা ও চট্টগ্রামে ওই মেলা আয়োজন করা হয়। পরবর্তীতে জেলা পর্যায়ে মেলা সম্প্রসারণ করা হয়।

ছামির মাহমুদ/এমজেড/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।