বিয়ে হলোনা কিশোরী জান্নাতুনের


প্রকাশিত: ০২:২৭ পিএম, ১২ সেপ্টেম্বর ২০১৫
প্রতীকী ছবি

বিয়ের সমস্ত আয়োজন সম্পন্ন। বিয়ে বাড়িতে আগত আত্মীয়-স্বজন ও কন্যার পক্ষের সকলের কৌতুহল কখন বর আসবে। রাত ১১টায় বর আসার পর বিয়ের আনন্দে মুখড়িত পুরো বাড়ি। চলছে অতিথি আপ্যায়নের প্রস্তুতি। এরই মাঝে পুলিশ আগমনের সংবাদ পেয়ে বিয়ের আসর থেকে পালিয়ে যান বরযাত্রীসহ কন্যা পক্ষের সমস্ত লোকজন। ঘটনাটি ঘটেছে দিনাজপুরের চিরিরবন্দরের আব্দুলপুর ইউনিয়নের নান্দেড়াই ঘোনপাড়া গ্রামে।

স্থানীয় বাসিন্দা মো. মোরশেদ জাগো নিউজকে জানান, শুক্রবার সন্ধ্যায় আব্দুলপুর ইউনিয়নের নান্দেড়াই ঘোনপাড়ার আব্দুল জলিলের মেয়ে সুখীপীর উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী জান্নাতুনের (১৩) সঙ্গে একই গ্রামের নয়াপাড়ার মফজেল হোসেনের ছেলে ভ্যানচালক বাবু আহম্মেদের (১৬) বিয়ের আয়োজন চলছিল। এসময় বেলতলী বালিকা উচ্চ বিদ্যালয়ের বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির বিষয়টি প্রশাসনকে জানায়।

সংবাদের ভিত্তিতে চিরিরবন্দর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনিছুর রহমানের নেতৃত্বে রাত ১২টায় অভিযান চালানো হয়। কিন্তু এর আগেই পুলিশ আসার বিষয়টি ওই এলাকার ইউপি সদস্য দেলোয়ার হোসেন আব্দুল জলিলকে জানালে পুলিশ পৌঁছার পূর্বেই রান্না করা খাবার রেখে বরযাত্রীসহ বর এবং কনের আত্মীয়-স্বজন পালিয়ে যান।

চিরিরবন্দর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনিছুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জাগো নিউজকে জানান, সেখানে রাত ২টা পর্যন্ত অবস্থান নিয়ে বিয়ে আয়োজনকারী কাউকে পাওয়া যায়নি। তবে বিয়ে বন্ধের নির্দেশনা প্রতিবেশীদের মাধ্যমে তাদের কাছে পৌঁছানোর ব্যবস্থা করা হয়েছে। যদি বিয়ে বন্ধ না হয় তাহলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এমদাদুল হক মিলন/এমজেড/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।