সিরিয়ায় ব্যর্থ হবে রাশিয়া : ওবামা


প্রকাশিত: ০২:০৭ পিএম, ১২ সেপ্টেম্বর ২০১৫

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, সিরিয়ায় সামরিক উপদেষ্টা ও সরঞ্জামাদি পাঠানোর যে প্রচেষ্টা রাশিয়া নিয়েছে তা ব্যর্থ হবে। একই সঙ্গে রাশিয়ার এই উদ্যোগ দেশটিতে শান্তি প্রচেষ্টা নষ্ট করবে।

শুক্রবার টুইন টাওয়ারে হামলার ১৪তম বার্ষিকী উপলক্ষে এক অনুষ্ঠানে ওবামা এসব কথা বলেন।

তিনি বলেন, যুদ্ধবিধ্বস্ত সিরিয়ায় রাশিয়ার সামরিক উপস্থিতি জোরদারের সিদ্ধান্ত দেশটির প্রেসিডেন্ট বাশার আল আসাদের প্রতি মস্কোর সমর্থন দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে।

এছাড়া রাশিয়ার সাঁজোয়া যান ও নৌ সেনা কর্মকর্তাদের সিরিয়ায় পাঠানোর ফলে আসাদের ক্ষমতা যে দীর্ঘস্থায়ী হবে না সেটি বোঝা যাচ্ছে। এসময় ওবামা রাশিয়ার এসব সিদ্ধান্তকে ভুল বলে মন্তব্য করেন।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমরা রাশিয়াকে জানাতে চাই তারা যে কৌশল নিয়েছে তা ব্যর্থ হবে। যুক্তরাষ্ট্রের চেয়ে বেশি রাশিয়াই ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিদের হুমকিতে রয়েছে।

এসআইএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।