জাবিতে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা


প্রকাশিত: ০২:০০ পিএম, ১২ সেপ্টেম্বর ২০১৫

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা শুরু হয়েছে।শনিবার বিকাল তিনটায় কেন্দ্রীয় খেলার মাঠে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল হোসেন এ প্রতিযোগিতার উদ্বোধন করেন।  

প্রতিযোগিতার প্রথম খেলায় প্রাণীবিদ্যা বিভাগের বিপক্ষে  জয় পায় গণমাধ্যম ও সাংবদিকতা বিভাগ।

খেলার উদ্বেধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, প্রাণীবিদ্যা বিভাগের সভাপতি অধ্যাপক ড. মনোয়ার হোসেন, গণমাধ্যম ও সাংবদিকতা বিভাগের সহকারী অধ্যাপক শেখ আদনান ফাহাদ ও উজ্জ্বল কুমার মন্ডল।
 
খেলায় নির্ধারিত চল্লিশ মিনিটে দুই দলই কোন গোল করতে না পারাই টাইব্রেকার হয়। এতে ৪-৩ গোলে গণমাধ্যম ও সাংবদিকতা বিভাগ বিজয়ী হয়। খেলায় ম্যান অব দা ম্যাচ নির্বাচিত হন নিতুল শার্মা।

হাফিজুর রহমান/এএইচ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।