কাশিয়ানীতে গাইড বই পড়ানোয় শিক্ষক বরখাস্ত


প্রকাশিত: ০১:৩৮ পিএম, ১২ সেপ্টেম্বর ২০১৫

গোপালগঞ্জের কাশিয়ানীতে শিক্ষা বোর্ড কর্তৃক নির্ধারিত পাঠ্যবইয়ের পরিবর্তে গাইড বই পড়ানোর অভিযোগে এক সহকারী শিক্ষিকাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। শনিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি রাজপাট বহুমুখি উচ্চ বিদ্যালয় পরিদর্শনে গিয়ে ওই শিক্ষককে সাময়িক বরখাস্ত করেন।

সাময়িক বরখাস্ত ওই  শিক্ষকের নাম নাজনিন হক লিলি। তিনি ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও স্কুলের সভাপতি মো. মুনিরুজ্জামান জাগো নিউজকে জানান, বিদ্যালয় পরিদর্শন করতে গিয়ে
দেখতে পান ওই শিক্ষিকা অষ্টম শ্রেণির ক্লাসে বাংলা পাঠ্যবই না পড়িয়ে গাইড বই পড়াচ্ছেন। এ অপরাধে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

এস এম হুমায়ূন কবীর/এমজেড/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।