খাঁচা থেকে পালিয়ে যাচ্ছে শিম্পাঞ্জি, ভিডিও ভাইরাল

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:২০ এএম, ১৬ জুলাই ২০১৯

নিজের খাঁচা ছেড়ে বাইরে বেরিয়ে এসেছে শিম্পাঞ্জি। বেরিয়েই ঘটিয়েছে এক অদ্ভুত কাণ্ড। পার্ক থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। উত্তেজনা ছড়িয়ে পড়ে পুরো পার্কে।

ইয়াং ইয়াং নামে ওই শিম্পাঞ্জিকে আটকাতে উঠেপড়ে লাগে পার্কের নিরাপত্তাকর্মীরা। কিন্তু সহজেই তাকে আটকানো যায় না। সম্প্রতি চীনের হাফেই ওয়াইল্ড লাইফ পার্কে এ ঘটনা ঘটে।

পার্কজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়লে দর্শনার্থীরা চিৎকার চেঁচামেচি শুরু করেন। দ্রুত খোলা হয় মূল প্রবেশপথ। নিরাপদে সরে যাচ্ছিলেন দর্শনার্থীরা।

দর্শনার্থীদের সঙ্গে ওই শিম্পাঞ্জিকেও দেখা যায় মূল গেটের দিকে যেতে। তবে তাকে ঠেকানোর চেষ্টা করছিলেন এক কর্মী। কিন্তু পেরে উঠলেন না। ওই কর্মীকে মাটিতে আঁছাড় মারে শিম্পাঞ্জিটি। পরিস্থিতি নিয়ন্ত্রণে ডাকা হয় পুলিশ।

এক পর্যায়ে শিম্পাঞ্জি উঠে বসে পার্কটির এক টিনের ছাদে। দূর থেকে তার শরীরে ছোড়া হয় চেতনানাশক ওষুধ। দুর্বল হয়ে আসে ১২ বছরের ইয়াং ইয়াং। এরপর নেয়া হয় খাঁচায়।

পার্ক কর্তৃপক্ষ জানিয়েছে, একটি বাঁশ পেয়ে নিজেকে মুক্ত করতে চেয়েছিল শিম্পাঞ্জিটি। তবে এ ঘটনায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

পুরো ঘটনার ভিডিওটি ইন্টারনেটে ছড়িয়ে পড়লে ভাইরাল হতে সময় লাগেনি।

বিএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।