আজীবন সম্মাননায় ভূষিত রুনা লায়লা
কিংবদন্তী গায়িকা হিসেবে সর্বজনবিদীত সঙ্গীতশিল্পী রুনা লায়লা। ১১ সেপ্টেম্বর তার সঙ্গীত জীবনের ৫০ বছর পূর্তি হলো। এ উপলক্ষে তাকে `আজীবন সম্মাননা পুরষ্কারে` ভূষিত করলো বেসরকারি টেলিভিশন চ্যানেল আই।
শুক্রবার সন্ধ্যায় রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে বসেছিল চ্যানেল আই ক্ষুদে গানরাজের পঞ্চম আসরের গ্র্যান্ড ফিনাল অনুষ্ঠান। সেখানেই তাকে এ সম্মানে ভূষিত করেন ইমপ্রেস টেলিফিল্ম ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ, প্রধান দুই বিচারক ফেরদৌস আরা ও এসআই টুটুল।
পুরষ্কার পেয়ে এই জনপ্রিয় গায়িকা বলেন ‘আমার সংগীত জীবনের বয়স ৫০ হয়েছে কিন্তু আমার বয়স ৩০। সকলের দোয়া থাকলে ৩০-ই থাকতে চাই। আপনাদের আনন্দ দেওয়ার জন্য আমরা গান, নাচ, অভিনয় করি। শিল্পীদের বড় প্রাপ্তি দর্শক-শ্রোতাদের ভালোবাসা। তাই আপনাদের কাছে আমার একটাই আবদার আপনারা অসুস্থ শিল্পীদের পাশে দাঁড়ান। তাদের উন্নয়নে সহযোগিতার হাত বাড়িয়ে দিন। আমাকে এ সম্মাননা প্রদানের জন্য চ্যানেল আইয়ের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি।’
উল্লেখ্য, এই প্রথম কোনো রিয়েলিটি শোতে বিশিষ্ট ব্যক্তিদের সম্মাননা দেয়া হলো। অনুষ্ঠানটিতে রুনা লায়লার জনপ্রিয় তিনটি গানের সাথে নৃত্য পরিবেশন করেন অপি করিম।
আরএএইচ/এইচএন