মুসলিমদের একাধিক স্ত্রী-সন্তান থাকা পাশবিক প্রবণতা : বিজেপি নেতা

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২:৫৯ পিএম, ১৫ জুলাই ২০১৯

মুসলিমদের নিয়ে আপত্তিকর মন্তব্য করে আবারও বিতর্কে জড়ালেন ভারতের উত্তর প্রদেশের এক বিজেপি বিধায়ক। উত্তরপ্রদেশের বাল্লিয়ার বিধায়ক সুরেন্দ্র সিং মুসলিম জনসংখ্যার কথা বলতে গিয়ে তাদের আচরণকে পশুর সঙ্গে তুলনা করেছেন।

এর আগেও মুসলিমদের নিয়ে নানা ধরনের আপত্তিকর মন্তব্য করেছেন এই বিজেপি নেতা। মুসলিম বিরোধী মন্তব্যের জন্য পরিচিত এই বিজেপি বিধায়ক বলেন, আপনারা জানেন, মুসলিম ধর্মের অনেকেরই ৫০টি স্ত্রী আর ১০০টি সন্তান থাকে।

তার মতেই এটাই মুসলিমদের ঐতিহ্য এবং এই প্রবণতা পাশবিক। সমাজে দু'টি বা চারটি সন্তানের জন্ম দেওয়াটাই স্বাভাবিক বলে মনে করেন তিনি।

তবে মুসলিমদের নিয়ে তিনি যে ধরনের মন্তব্য করলেন তার কোন ভিত্তি নেই। আর্থিক সামর্থ্য থাকলে মুসলিমদের মধ্যে চার বিয়ের প্রচলন রয়েছে। তবে সেই সংখ্যাও খুব কম। আর তিনি যেভাবে ৫০ স্ত্রী আর ১০০ সন্তানের কথা বললেন সেটাও খুব বিরল ঘটনা।

অথচ এর আগে গত বছর বিজেপির এই নেতা বলেছিলেন, হিন্দুত্বকে অটুট রাখতে প্রত্যেক হিন্দু দম্পতির ৫টি করে সন্তানের জন্ম দেওয়া উচিত।

টিটিএন/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।