আরটিআর সিরিজের নতুন বাইক, পেট্রল নয় চলবে ইথানলে

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১:৩১ এএম, ১৫ জুলাই ২০১৯

ভারতের বাজারে এলো নতুন মোটরসাইকেল টিভিএস অ্যাপাচি আরটিআর ২০০ ফাই ই-১০০।

পেট্রলের পরিবর্তে ইথানলে চলবে নতুন এই মোটরসাইকেলও। ১ লাখ ২০ হাজার টাকা এক্স শো-রুম দামে ভারতে এ মোটরসাইকেল বাজারে ছাড়া হয়েছে।

আপাতত দেশটির মহারাষ্ট্র, উত্তর প্রদেশ আর কর্ণাটকে এ মোটরসাইকেল পাওয়া যাবে।

এর আগে ২০১৮ সালের অটো এক্সপোতে প্রথম সামনে এসেছিল নতুন এই মোটরসাইকেল। পেট্রল ভেরিয়েন্টের মতোই ইথালনে চলা নতুন টিভিএস অ্যাপাচি আরটিআর ২০০ ফাই ই-১০০ মোটরসাইকেলেও থাকছে ২০০ সিসি ইঞ্জিন।

bike

নতুন এই মোটরসাইকেলের ইঞ্জিনে থাকছে ২০,৭ বিএইচপি শক্তি আর ১৮.১ এসএম টর্ক। সর্বোচ্চ ১২৯ কিমি প্রতি ঘণ্টা গতিতে ছুটতে পারবে এই মোটরসাইকেল। ইথানলে চলা এই মোটরসাইকেলে পেট্রল ভেরিয়েন্টের থেকে ৫০ শতাংশ কম বেঞ্জিন ও বিউটাডাইন গ্যাস নির্গত হবে। এ ছাড়া বেশি শক্তির জন্য এ মোটরসাইকেলে থাকছে টুইন স্প্রে টুইন পোর্ট সিস্টেম।

ইতোমধ্যেই বিশ্বব্যাপী ইথানলে চলা মোটরসাইকেলের জনপ্রিয়তা বাড়ছে। এই ধরনের বায়ো জ্বালানি ব্যবহার অনেক বেশি পরিবেশবান্ধব। ইথানল ব্যবহারে বাতাসে ৩৫ শতাংশ কম কার্বন মোনো অক্সাইড তৈরি হবে। এ ছাড়া এ জ্বালানিতে সালফার-ডাই অক্সাইড নির্গমন কমবে।

সূত্র : এনডিটিভি

জেডএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।