হিমাচলে ভেঙে পড়ল রেস্তোরাঁ, ৬ সেনাসহ নিহত ৭

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১০:৩৩ এএম, ১৫ জুলাই ২০১৯

হিমাচল প্রদেশের সোলানে রেস্তোরাঁ ভেঙে পড়ার ঘটনায় ৭ জন নিহত হয়েছে। এদের মধ্যে ৬ জনই সেনা সদস্য। ধ্বংসস্তূপে আটকে আছেন আরও ৭ সেনা সদস্য।

রোববার রাজধানী সিমলা থেকে ৪৫ কিলোমিটার দূরে অবস্থিত একটি রেস্তোরাঁয় ওই দুর্ঘটনা ঘটেছে। পুলিশ জানিয়েছে, ধ্বংসস্তূপ থেকে ১৭ জনকে উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ৫ জন সেনা রয়েছেন। ভারী বৃষ্টিপাতের কারণে সিমলাসহ একাধিক জায়গায় ধস নেমেছে।

ইতোমধ্যেই উদ্ধারকাজ শুরু করেছে জাতীয় বিপর্যয় মোকাবিলা দফতরে দুই প্রতিনিধি দল। আরও একটি দলকে ঘটনাস্থলে পাঠানো হচ্ছে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ব্যাপক বৃষ্টির কারণে ওই রেস্তোরাঁটি ভেঙে পড়েছে। ওই রেস্তোরাঁর মালিকের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সেনা সদস্যরা তাদের পরিবার নিয়ে কিছুক্ষণের জন্য ওই রেস্তোরাঁয় গিয়েছিলেন। এর মধ্যেই রেস্তোরাঁটি ভেঙে পড়ে। হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর এক টুইট বার্তায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। উদ্ধারকাজে সব ধরনের প্রশাসনিক সহায়তার আশ্বাস দিয়েছেন তিনি।

টিটিএন/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।