রাষ্ট্রীয় সফরে ইরাকের প্রধানমন্ত্রী তেহরানে


প্রকাশিত: ০৬:৪০ এএম, ২১ অক্টোবর ২০১৪

ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল-আবাদি রাষ্ট্রীয় সফরে ইরানের রাজধানী তেহরানে গিয়েছেন। গত মাসের ৮ তারিখে দায়িত্ব গ্রহণের পর এই প্রথম তেহরান সফরে এসেছেন হায়দার আল-আবাদি। তেহরানের মেহেরাবাদ বিমানবন্দরে তাকে স্বাগত জানিয়েছেন ইরানের আরব ও  আফ্রিকা বিষয়ক উপ পররাষ্ট্রমন্ত্রী আমির-আবদুল্লাহিয়ান।

শক্তিশালী একটি প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন ইরাকি প্রধানমন্ত্রী এবং এ সফরকালে ইরানের শীর্ষস্থানীয় কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। ইরানের উদ্দেশে ইরাক ত্যাগের আগে দেয়া বিবৃতিতে আবাদি বলেছেন, আইএসআইএল’ বিরোধী অভিযানে ইরানের সমর্থনকে সমন্বয়ের বিষয়টি তার আলোচ্য সূচিতে রয়েছে।

তেহরান-বাগদাদ সম্পর্ককে স্বাগত জানিয়ে ইরাকি প্রধানমন্ত্রী বলেন, বিশ্বের অন্যতম শক্তিশালী ও উন্নত দেশ হলো ইরান। জ্বালানি, গৃহায়ন এবং ইরাক পুনর্গঠনের বিষয়ে আরো ঘনিষ্ঠ সহযোগিতার বিষয়ে ইরানের সঙ্গে আলোচনা করবেন বলে জানান তিনি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।