কেঁপে উঠল অস্ট্রেলিয়া

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৩:১৪ পিএম, ১৪ জুলাই ২০১৯

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল অস্ট্রেলিয়া। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ৯। রোববার মার্কিন ভূতাত্ত্বিক জরিপ জানিয়েছে, অস্ট্রেলিয়ার ব্রুম সৈকতে ভূমিকম্পটি আঘাত হেনেছে।

প্রাথমিকভাবে ভূমিকম্পটি থেকে কোন ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ জানিয়েছে, ভূপৃষ্ঠ থেকে ৩৩ কিলোমিটার গভীরে ভূমিকম্পটি আঘাত হানে। অস্ট্রেলিয়ার পশ্চিমাঞ্চলীয় শহর থেকে ২০৩ কিলোমিটার দূরে ভূমিকম্প অনুভূত হয়েছে।

ভূমিকম্পটি থেকে কোন সুনামি সতর্কতা জারি করা হয়নি। ব্রুম পুলিশ দফতরের কর্মকর্তা নেইল গর্ডন বলেন, শহরে প্রায় এক মিনিট ধরে তীব্র কম্পন অনুভূত হয়েছে।

তিনি এএফপিকে বলেন, এখানে ভবনগুলো প্রায় দেড় মিনিট ধরে কেঁপে উঠেছে। তিনি আরও বলেন, ভূমিকম্পের কারণে এখানে কোন ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

তবে রাষ্ট্রীয় গণমাধ্যম এবিসির খবরে বলা হয়েছে, ভূমিকম্প থেকে সামান্য ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। তবে কেউ হতাহত হয়নি।

অস্ট্রেলিয়ার অনেক স্থানেই ভূমিকম্পের সময় প্রচণ্ড কম্পন অনুভূত হয়েছে। উত্তর-পশ্চিমাঞ্চলীয় উপকূল, রাজধানী পার্থ, খনি কেন্দ্র হিসেবে পরিচিত কারাথা, দক্ষিণের হেডল্যান্ড বন্দর এবং উত্তরের ডারউইন শহরে তীব্র কম্পনে মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

টিটিএন/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।