মসজিদুল হারামে ক্রেন ধস : দুই ভারতীয় নিহত


প্রকাশিত: ০৬:৩৪ এএম, ১২ সেপ্টেম্বর ২০১৫

সৌদি আরবের মসজিদুল হারামে ক্রেন দুর্ঘটনায় নিহতদের মধ্যে দুই ভারতীয় রয়েছে বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। এছাড়া ওই ঘটনায় আরো অন্তত ১৫ ভারতীয় হাজি আহত হয়েছেন।

শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যায় মসজিদুল হারামে ক্রেন দুর্ঘটনায় শতাধিক হাজি নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ২৩৮ জন হাজি।

আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে। সিভিল ডিফেন্স অথরিটির মহাপরিচালক জেনারেল সুলাইমান আল আমর জানান, হতাহতদের সবাইকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মসজিদুল হারামের চতুর্থ তলায় একটি ক্রেন ভেঙে পড়ে। গত বছর থেকেই মসজিদটির বর্ধিতকরণ কাজ শুরু করেছে সৌদি কর্তৃপক্ষ। হজের সময় মানুষের স্থান সংকট দেখা দেওয়ায় মসজিদুল হারামের পরিধি আরো চার লাখ বর্গমিটার বাড়ানো হচ্ছে। এই কাজ শেষ হলে এক সঙ্গে অন্তত ২২ লাখ হাজী মসজিদটিতে নামাজ পড়তে পারবেন।

এদিকে এ দুর্ঘটনার পর মক্কার গভর্নর খালেদ আল ফয়সাল ঘটনাস্থল পরিদর্শন করেছেন। হারাম শরিফের সম্প্রসারণ প্রকল্পের ম্যানেজার ইঞ্জিনিয়ার বকর বিন লাদেনকে দ্রুত বাদশাহর সামনে হাজির হওয়ার জন্য রাজকীয় ফরমান জারি করা হয়েছে।

এসআইএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।