নিউইয়র্কে হঠাৎ বিদ্যুৎ বিভ্রাট
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে হঠাৎ করেই বিদ্যুৎ বিভ্রাটে বিপাকে পড়েছেন সেখানকার মানুষ। বিদ্যুৎ না থাকায় সাবওয়ে ট্রেন ও লিফটে আটকা পড়েন অনেকেই। স্থানীয় সময় সন্ধ্যায় এ পরিস্থিতির উদ্ভব হয়।
স্থানীয় বিদ্যুৎ কোম্পানি কোন এডিসন জানিয়েছে, ম্যানহাটনে ৭০ হাজারের বেশি বাড়ি-ঘর এবং ব্যবসা প্রতিষ্ঠান বিদ্যুৎবিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। এটি সবচেয়ে ঘনবসতিপূর্ণ এলাকাগুলোর একটি।
প্রায় পাঁচ ঘণ্টা ধরে বিদ্যুৎবিচ্ছিন্ন ছিল। ১৯৭৭ সালের পর এই প্রথম এত সময় ধরে নিউইয়র্কের মানুষ বিদ্যুৎবিচ্ছিন্ন অবস্থায় ছিল।
নিউইয়র্কের দমকল বিভাগ জানিয়েছে, ম্যানহাটনের একটি ইলেকট্রিক ট্রান্সফরমারের মধ্যে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন তারা।
তবে মধ্যরাতের আগেই কোন এডিসনের প্রধান জন ম্যাকভয় জানান, যে ছয়টি নেটওয়ার্ক ক্ষতিগ্রস্ত হয়েছিল সেগুলো এখন ঠিক হয়েছে এবং স্বাভাবিক নিয়মেই চলছে।
এক টুইট বার্তায় মেয়র বিল দে ব্লাসিও বলেন, নিউইয়র্ক পুলিশ নিশ্চিত করেছে যে, এটা যান্ত্রিক ক্রুটির কারণে হয়েছে। সেখানে অন্য কিছু ঘটেনি।
টিটিএন/পিআর