পুলিশকে পিটিয়ে মারল উন্মত্ত জনতা

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১০:৩৮ এএম, ১৪ জুলাই ২০১৯

ভারতের রাজস্থানের রাজসামান্দ জেলায় এক পুলিশ কনস্টেবলকে পিটিয়ে হত্যা করেছে উন্মত্ত জনতা। শনিবারের ওই ঘটনাকে কেন্দ্র করে ভারতজুড়ে উদ্বেগ ছড়িয়ে পড়েছে।

কুনওয়ারিয়ার বাসিন্দা ছিলেন প্রধান কনস্টেবল আবদুল গনি (৪৮)। তার একটি জমি নিয়ে বেশ কিছুদিন ধরেই ঝামেলা চলছিল। শনিবার তিনি তার সেই জমি দেখতে গেলে সেখানে একদল লোকের সঙ্গে তার বিরোধ বাধে। এক পর্যায়ে উন্মত্ত জনতা তাকে মারধর করতে শুরু করেন। এতে ওই পুলিশ কনস্টেবল গুরুতর আহত হন।

পরে তাকে একটি হাসপাতালে ভর্তি করা হলে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এই ঘটনায় রাজ্যের পুলিশ দফতর হতবাক হয়ে গেছে। যারা ওই কনস্টেবলকে মারধর করেছেন তাদের চিহ্নিত করতে ঘটনাস্থলে পৌঁছেছেন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা।

সাম্প্রতিক সময়ে রাজস্থানে এ ধরনের হামলার ঘটনা অনেক বেড়ে গেছে। গত বছর গরু পাচারের ঘটনাকে কেন্দ্র করে রাকবার খান নামে ২৮ বছর বয়সী এক তরুণকে পিটিয়ে হত্যা করা হয়।

টিটিএন/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।