নেপাল-ভারতে ভয়াবহ বন্যা

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:১০ এএম, ১৪ জুলাই ২০১৯

দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে প্রবল বৃষ্টিতে বন্যা ও ভূমিধসে অন্তত ৪০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। শুধু ভারতের আসামেই বন্যায় সাড়ে আট লাখেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে।

গত দুই সপ্তাহ ধরে দক্ষিণ এশিয়ার বিভিন্ন স্থানে টানা বৃষ্টি হচ্ছে। বৃষ্টির ফলে সৃষ্ট বন্যায় নেপালে ২৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। খবর রয়টার্স, এএফপি।

নেপালের পুলিশ জানিয়েছে, দেশটির পূর্ব ও দক্ষিণের সমতলভূমিতে অন্তত ১১ জন আহত হয়েছেন, নিখোঁজ রয়েছেন আরও ১৫ জন।

flood

নেপাল আবহাওয়া অধিদফতর কোশি নদীর বিপৎসীমা নিয়ে অ্যালার্ট জারি করেছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছেন, ‘মানুষের জীবনের নিরাপত্তা নিশ্চিতে সর্বোচ্চ শক্তি নিয়োগ করা হয়েছে।’

নদীর পানি বেড়ে বিভিন্ন এলাকায় ঘরবাড়ি প্লাবিত হয়েছে। নৌকা দিয়ে মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিচ্ছে পুলিশ। নেপালের ৬৮টি সরকারি শিবিরে আশ্রয় নিয়েছেন অন্তত আট হাজার মানুষ৷

অপরদিকে ভারতে আসামের ২১ জেলায় দেড় হাজারেরও বেশি গ্রামের মানুষকে সরিয়ে নেয়া হয়েছে। বন্যার্তদের মধ্যে খাবার ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সরবরাহ করছে ত্রাণ সংস্থা। ব্রহ্মপুত্র ও এর শাখাগুলোর পানি বাড়তে থাকায় প্রতিদিনই প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা।

flood

শনিবার আসামের দুর্যোগ নিয়ন্ত্রণ কক্ষের এক কর্মকর্তা জানান, ‘বন্যায় মোট ৮ লাখ ৬৯ হাজার ২৪ জন মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের বাড়িঘর ও ফসল তলিয়ে গেছে।’

তিনি আরও বলেন, ‘পাঁচজন বন্যার পানিতে ডুবে মারা গেছেন, একজন মারা গেছেন ভূমিধসে।’

আবহাওয়া অফিস জানিয়েছে এ অঞ্চলে আরও বেশ কিছুদিন ভারী বৃষ্টি অব্যাহত থাকবে৷

এএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।