‘মোদি-বিজেপি নয়, মুসলিমরা আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় না’

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০২:৩৫ পিএম, ১৩ জুলাই ২০১৯

ভারতীয় পার্লামেন্ট লোকসভার উত্তর প্রদেশের মুসলিম এমপি শফিকুর রহমান নতুন একটি বিবৃতি দিয়ে বলেছেন, ‘মুসলিমরা আল্লাহ’র ওপর বিশ্বাস রেখে পৃথিবীতে বসবাস করে। তারা কংগ্রেস বিজেপি কিংবা মোদির ওপর আস্থা রাখতে পারে না, তাদের ভয়ও করে না। এটা তাদের অধিকার যে, তারা (মুসলিম) ভারতে বসবাস করবে।’

তিনি ওই বিবৃতিতে আরও বলেন, ‘এখানে (ভারতে) বসবাসের অধিকার আছে তাদের। এটা তাদের জন্মভূমি। তারা এই দেশের নাগরিক তাই তাদের দায়িত্ব যে, এই দেশকে সুরক্ষা দেয়া এবং দেশের ওপর জুলুমের প্রতিবাদ করার অধিকারও আছে তাদের। এই দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার স্বপ্ন তারাও (মুসিলিমরা) দেখে।’

লোকসভার ওই এমপি আরও বলেন, ‘তাদের ধর্ম তাদেরকে মূল্যবোধের শিক্ষা দেয়। কিন্তু তারা আজ পাশবিক নির্যাতনের শিকার। তাদেরকে দিয়ে এমন সব স্লোগান দিতে বাধ্য করা হচ্ছে যা তাদের ধর্মীয় বিশ্বাসের পরিপন্থী।’

এমপি শফিকুর রহমান অভিযোগ তুলে বলেন, ‘দেশের মুসলিমদেরকে মসজিদে গিয়ে সুষ্ঠুভাবে নামাজ পড়তে দেয়া হচ্ছে না। শুধু মসজিদ নয় এমনকি তারা শুক্রবারের জুমার নামজ রাস্তায় পড়ার ক্ষেত্রে বাঁধাগ্রস্ত হচ্ছে। আরও নানাভাবে তাদেরকে হেনস্থা করা হচ্ছে।’

তিনি ওই বিবৃতিতে আরও বলেন, ‘মুসলিমদের সঙ্গে এটা হলেও অন্যান্য ধর্মের মানুষরা কিন্তু ঠিকই তাদের প্রার্থনা করতে পারছে নির্বিঘ্নে। তারা সব স্থানে তাদের প্রার্থনালয়গুলোতে সুরক্ষিত। শুধু মুসলিমদের ক্ষেত্রে ব্যতিক্রম হচ্ছে। এমনটা চলতে পারে না।’

এসএ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।