সাঁথিয়ায় অপহৃত শিশু উদ্ধার, আটক ১


প্রকাশিত: ০৪:০৯ এএম, ১২ সেপ্টেম্বর ২০১৫
প্রতীকী ছবি

পাবনার সাঁথিয়া উপজেলার কাশীনাথপুর ইউনিয়নের কাজরি গ্রাম থেকে অপহৃত শিশু মনছুর আলমকে (৬) পুলিশ বেড়া বাসস্ট্যান্ড থেকে শুক্রবার রাত ৯টার দিকে উদ্ধার করেছে। এ সময় অপহরণকারী শাহাদত হোসেনকে আটক করা হয়।

শিশু মনছুর আলম সাঁথিয়া উপজেলার বিষ্ণুপুর গ্রামের ফিরোজ হোসেনের ছেলে এবং ওই গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের ১ম শ্রেণির ছাত্র। এদিকে, আটক শাহাদত হোসেন কাজরি গ্রামের বাসিন্দা এবং তিনি ওই শিশুর মায়ের খালু বলে জানা গেছে।

শিশুটির বাবা ফিরোজ হোসেন জাগো নিউজকে জানান, শিশুটি তার মায়ের সঙ্গে কাজরি গ্রামে নানা বাড়িতে দাওয়াত খেতে যায়। শুক্রবার বিকেলে তার নানার আপন ভায়রা শাহাদত হোসেন এসে তাকে (নাতিকে) দোকান থেকে খাবার কিনে দেয়ার লোভ দেখান।  এরপর সন্ধ্যার সময় শিশুটিকে বাড়ির লোকজন আর খুঁজে পায়নি।

এর কিছুক্ষণ পর শাহাদত একা বাড়ি ফিরে আসেন। তিনি প্রথমে শিশু মনছুর আলম এর সন্ধান জানেন না বলে জানান। এরপর শিশুটির মা তাকে পুলিশের ভয় দেখালে তিনি জানান, শিশুটিকে তিনি বেড়া বাসস্ট্যান্ডে জামা কিনে দেয়ার জন্য রেখে এসেছেন। তার কথায় সন্দেহ হলে বাড়ির লোকজন পুলিশে খবর দেয় এবং পুলিশ বেড়া বাসস্ট্যান্ড থেকে শিশুটিকে উদ্ধার করে।   

কাশীনাথপুর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) রজব আলী জাগো নিউজকে জানান, অভিযুক্ত শাহাদতকে আটক করে সাঁথিয়া থানায় পাঠানো হয়েছে।

সাঁথিয়া থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) তৌফিক জাগো নিউজকে জানান, শুক্রবার রাতে শিশুটির মা বাদি হয়ে মামলা দায়ের করেন।

একে জামান/এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।