আহত হজযাত্রীদের সহায়তার ঘোষণা সৌদি সরকারের


প্রকাশিত: ০৩:৪৩ এএম, ১২ সেপ্টেম্বর ২০১৫

মসজিদুল হারামে ক্রেন দুর্ঘটনায় আহত হজযাত্রীদের হজ পালনে সরকারি সহায়তা প্রদানের ঘোষণা দিয়েছেন মক্কার গভর্নর ও দুই পবিত্র মসজিদের উপদেষ্টা খালেদ আল ফয়সাল।

শুক্রবার রাতে মক্কায় দুর্ঘটনাস্থল পরিদর্শন এবং হাসপাতালে আহতদের দেখতে গিয়ে এ ঘোষণা দেন তিনি। এ দুর্ঘনায় দুঃখ প্রকাশ করে তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি।

খালেদ আল ফয়সাল বলেন, ‘পবিত্র হজ পালনে এসে যারা আহত হয়েছেন তাদের সর্বাত্মক সহায়তা প্রদান করবে সৌদি প্রশাসন।’

প্রচণ্ড ঝড়ো হাওয়া ও ভারী বর্ষণের কারণে স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যা পৌঁনে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। রাতে সৌদি সিভিল ডিফেন্স টুইটারে এ তথ্য প্রকাশ করে।

# আহত হজযাত্রীদের সহায়তার ঘোষণা সৌদি সরকারের
# মক্কায় ক্রেন ধস, নিহত ৫২
# মক্কায় ক্রেন ধস : নিহত শতাধিক (ভিডিও)

এসএইচএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।