চীনে ৪ ব্রিটিশ নাগরিক গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২:০৭ পিএম, ১২ জুলাই ২০১৯

চীনের জিয়াংশু প্রদেশে চার ব্রিটিশ নাগরিককে গ্রেফতার করা হয়েছে। বেইজিংয়ের ব্রিটিশ দূতাবাসের তরফ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

গত সপ্তাহে এক অভিযানে সাত বিদেশি শিক্ষক এবং নয় বিদেশি শিক্ষার্থীকে আটক করা হয়। নতুন করে এই চার ব্রিটিশ নাগরিককে আটকের ঘটনা ওই অভিযানেরই অংশ বলে মনে করা হচ্ছে।

যাদের আটক করা হয়েছে তাদের মধ্যে বেশ কয়েকজন ইডুকেশন ফার্স্ট নামের একটি আন্তর্জাতিক ভাষা শিক্ষা স্কুলের শিক্ষার্থী।

পুলিশ জানিয়েছে, ওই ১৬ বিদেশিকে পরীক্ষা করে মাদক গ্রহণের প্রমাণ পাওয়া গেছে। তবে তারা কি ধরনের মাদক গ্রহণ করেছেন তা উল্লেখ করা হয়নি।

চীনে মাদক গ্রহণে কঠোর শাস্তির বিধান রয়েছে। তবে আটক হওয়া বাকি ব্যক্তিরা কোন দেশের নাগরিক তা জানা যায়নি। এখন পর্যন্ত ১৬ বিদেশিসহ ১৯ জনকে আটক করা হয়েছে।

টিটিএন/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।