নায়াগ্রার ১৮৮ ফুট উঁচু থেকে পড়েও বেঁচে গেলেন তিনি

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০১:৫৮ পিএম, ১১ জুলাই ২০১৯

নায়াগ্রা জলপ্রপাতে পানি তোড়ে ভেসে গিয়েও প্রাণে বেঁচে গেলেন এক ব্যক্তি। কানাডার পুলিশ বুধবার জানিয়েছে, গায়ে সামান্য আঘাত পেয়েছেন ওই ব্যক্তি। জলপ্রপাত থেকে ১৮৮ ফুট নিচে পড়ে গিয়ে নিচের নদীর ধারে পাথরে বসে থাকা অবস্থায় উদ্ধার করা হয় তাকে।

নায়াগ্রা পার্ক পুলিশের কাছে মঙ্গলবার দুপুর ৪টার দিকে একটি ফোনকল আসে। তাদের জানানো হয় যে, সেখানে একটা দুর্ঘটনা ঘটেছে। নায়াগ্রা থেকে পড়ে গেছেন এক ব্যক্তি।

পুলিশ ঘটনাস্থলে পৌছালে তারা দেখেন, জলপ্রপাতের মধ্যে পড়ে যাওয়া ওই ব্যক্তি তখন নদীর পাশের একটি পাথরের দেওয়ালে ওঠার চেষ্টা করেছে এবং প্রবল জলের তোড়ে সে আবার ভেসে যাচ্ছে।

পুলিশ জানিয়েছে, নিচে নদীর মধ্যে অনুসন্ধান চালিয়ে তারা দেখেন যে, একটি পাথরের উপর বসে আছেন ওই ব্যক্তি। তেমন গুরুতর আঘাতও নেই তার শরীরে। ওই ব্যক্তি কানাডার দিকে জলপ্রপাতের যে অংশটি রয়েছে সেখানে গিয়ে পড়েছিলেন। ঠিক মার্কিন-কানাডা সীমান্তে ঘটেছে এই ভয়াবহ ঘটনা।

স্থানীয় সূত্র জানিয়েছে, এটাই প্রথম নয়। এ নিয়ে মোট চারবার কোনও প্রাপ্তবয়স্ক ব্যক্তি যথাযথ সুরক্ষা ছাড়াই এভাবে বিপদে পড়েও বেঁচে গিয়েছেন। ১৯৬০ সালে, একটি সাত বছরের শিশুও ভয়ানক বিপদে পড়েও মৃত্যুর মুখ থেকে ফিরে আসে। নৌকা দুর্ঘটনার পর কেবল একটি লাইফ জ্যাকেট গায়ে সে ভেসে গিয়ে পড়ে হর্সেশু জলপ্রপাতে। পরে অন্য একটি নৌকা থেকে লাইফ রিং ছুঁড়ে দিয়ে কোনও রকমে উদ্ধার করা হয় তাকে।

টিটিএন/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।