শিশুদের যৌন নির্যাতনে সাজা মৃত্যুদণ্ড করছে ভারত

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:৫৩ এএম, ১১ জুলাই ২০১৯
প্রতীকী ছবি

ভারতে শিশুদের প্রতি যৌন নির্যাতন রুখতে কড়া পদক্ষেপ নিয়েছে দেশটির কেন্দ্র সরকার। ‘প্রটেকশন অব চিলড্রেন ফ্রম সেক্সুয়াল অফেন্সেস (অ্যামেন্ডমেন্ট) বিল, ২০১৯ বা পকসো সংশোধনী বিলে বুধবার অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। এই বিল পাস হলে ভারতে শিশু নির্যাতনে সর্বোচ্চ সাজা হবে মৃত্যুদণ্ড।

এ বছরের শুরুতেই লোকসভায় বিলটি পেশ করে মোদি সরকার। তবে বিরোধীদের আপত্তিতে সেবার বিলটি পাস হয়নি। তাই বিপুল জনমত নিয়ে আবারও ক্ষমতায় আসার পরপরই বিলটি পাস করানোর উদ্যোগ নেয় সরকার।

ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, চলতি লোকসভা অধিবেশনেই বিলটি পেশ করার পরিকল্পনা রয়েছে সরকারের। তবে রাজনীতিবিদরা মনে করছেন, আবার আপত্তি তুলবে বিরোধীরা। বর্তমানের পকসো আইনে সর্বোচ্চ সাজা যাবজ্জীবন কারাদণ্ড। এই আইন সংশোধন করে এবার সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড করতে চাইছে মোদি সরকার।

জেডএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।