বিজেপিতে যোগ দিলেন কংগ্রেসের আরও ১০ বিধায়ক

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:২৮ এএম, ১১ জুলাই ২০১৯

কর্ণাটকের পর এবার গোয়া। কংগ্রেসের সংকট যেন বাড়ছেই। একে একে দল ছাড়ছেন কংগ্রেসের বিধায়করা। দল ছেড়ে এবার বিজেপিতে যোগ দিলেন গোয়ার ১০ বিধায়ক।

বুধবার রাতেই দিল্লিতে পৌঁছেছেন ওই ১০ বিধায়ক। এদের মধ্যে রয়েছেন বিরোধী দলনেতা চন্দ্রকান্ত বাবু কাভেলকর। নতুন সরকারে তাকে উপ-মুখ্যমন্ত্রীর পদ দেওয়া হতে পারে।

দলত্যাগী এই ১০ বিধায়কের মধ্যে রয়েছেন বাবু কাভালেকর, বাবুশ মোনসেরাটে, জেনিফার মোনসেরাটে, টোনি ফার্নান্দেজ, ফ্রান্সিস সিলভেরিয়া, ফিলিপে রডরিগজ, ক্লাফাসিও, উইল্ডফ্রে ডি সিলভা, নীলকান্ত হালানকার ও ইসিডোরে ফার্নান্দেজ। বৃহস্পতিবার তা অমিত শাহর সঙ্গে দেখা করবেন।

বুধবার সন্ধ্যায় স্পিকারের সঙ্গে সাক্ষাত করেন ওই ১০ বিধায়ক। একটি চিঠি লিখে তাদের দল ছাড়ার কথা ঘোষণা করেন তারা। সে সময় বিধানসভা চত্বরে ছিলেন গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত।

গোয়ার বিধানসভায় আসনসংখ্যা ৪০। এর মধ্যে রয়েছে বিজেপির ১৭ জন, কংগ্রেসের ১৫ জন, এনসিপির একজন, মহারাষ্ট্র গো মন্তক পার্টির একজন এবং গোয়া ফরওয়ার্ড পার্টির তিনজন। এখন কংগ্রেসের ১০ বিধায়ক বিজেপিতে যোগ দেয়ায় বিজেপির বিধায়কের সংখ্যা দাঁড়াচ্ছে ২৭ জন। এ নিয়ে গোয়া বিধানসভায় ডেপুটি স্পিকার মাইকেল লোবো জানান, কংগ্রেস ছেড়ে বেরিয়ে আসছেন ১০ বিধায়ক। স্পিকার রাজেশ পটনাইক তাদের পদত্যাগপত্র গ্রহণ করেছেন।

টিটিএন/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।