ভুল স্বীকার করে মুক্তি পেল ছাত্রলীগ নেতা


প্রকাশিত: ১২:২৩ পিএম, ১১ সেপ্টেম্বর ২০১৫

অবশেষে ভুল স্বীকার করে ক্ষমা চাওয়ায় আটক ছাত্রলীগ নেতাকে ছেড়ে দিয়েছে পুলিশ।

এর আগে শুক্রবার দুপুর ১২টায় ঝালকাঠি কোর্ট প্রাঙ্গনে আঃ মালেক নামে এক পুলিশ কনেস্টবলকে মারধর করায় ছাত্রলীগ নেতা রিজভীকে আটক করে পুলিশ। পরে তাকে ছেড়ে দিয়েছে পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানায়, একটি মেয়েকে নিয়ে এসে কোর্ট প্রাঙ্গনে হাত ধরে টানা-টানি করতে থাকে। এসময় দায়িত্বপালনকারী পুলিশ কনেস্টবল মালেক তাতে বাধা দেয়। এতে রিজভী ক্ষিপ্ত হয়ে তাকে ৪/৫টি ঘুষি মারে। দায়িত্ব পালনকারী অন্য পুলিশ এসে তাকে ধরে থানা পুলিশকে খবর দেয়। থানা পুলিশ গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে যায়। আটক রিজভী ছাত্রলীগ নেতা। তবে ওই মেয়েটি রিজভীর ফুফাতো বোন বলে জানান তার স্বজনরা।

সদর থানা পুলিশের ওসি আঃ সালাম বলেন, ওটা ছিল নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি। ভুল স্বীকার করে তারা নিজেরা মিমাংসায় আসায় তাদেরকে বিকেলে ছেড়ে দেয়া হয়েছে।  

এমএএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।