দ্রব্য মূল্যের ঊর্ধগতির প্রতিবাদে মানববন্ধন
বিদ্যুৎ, গ্যাস, গণপরিবহনসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর দাম বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন করেছে বিভিন্ন সংগঠন। শুক্রবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে বিভিন্ন সংগঠনের পৃথক আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
গণপরিবহন, বাড়ী ভাড়া, গ্যাস বিদ্যুৎ ও নিত্যপণ্যের দাম বৃদ্ধি এবং শিক্ষায় বানিজ্যকরণ বন্ধের দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি ঢাকা মহানগর। এসময় বক্তারা বলেন, বর্তমানে নিত্য প্রয়োজনীয় সকল দ্রব্যসামগ্রীর আকাশচুম্বি দাম। আয় না বাড়লেও খরচ বেড়ে যাওয়া এবং জীবন যাত্রার ব্যায় বহুগুণে বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষ যখন দিশেহারা ঠিক তখনই নগরীতে আবার নতুন করে শুরু হয়েছে বাড়ীভাড়া বিড়াম্বনা।
সাম্প্রতিক সময়ে বিদ্যুৎ ও গ্যাসের দাম বৃদ্ধি শুধু অযৌক্তিক নয়, গণবিরোধীও বটে মন্তব্য করে বক্তারা বলেন, বিশ্ববাজারে তেলের দাম কমে যাওয়ার পরও এর দাম বাড়ানোর সিদ্ধান্তে চারদিকে সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে।
একইসময় গ্যাস বিদ্যুতের বর্ধিত মূল্য প্রত্যাহার এবং দ্রব্যমূল্যের ঊর্ধগতি নিয়ন্ত্রনের দাবিতে মানববন্ধন করেছে গণমুক্তি আন্দোলন।
পাশাপাশি বন্যাদূর্গত কৃষকদের বিনামূল্যে সার-বীজসহ কৃষি উপকরণ সরবরাহ এবং সুদমুক্ত ঋণের ব্যবস্থার দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ কৃষক সমিতি।
আএসএস/এএইচ/পিআর