পুলিশ কর্মকর্তার পিঠে উঠলেন এমপি


প্রকাশিত: ১০:৫৬ এএম, ১১ সেপ্টেম্বর ২০১৫

পুলিশ কর্মকর্তার পিঠে চড়ে নদী পাড় হলেন জম্মু ও কাশ্মীরের বিজেপির এক সংসদ সদস্য।

সম্প্রতি ভারতে এ ঘটনা ঘটেছে। আর সেই ছবি ইন্টারনেটের মাধ্যমে ছড়িয়ে পড়েছে। খবর এনডিটিভির।

চাম্ব বিধানসভার সদস্য কৃষাণ লাল সম্প্রতি তার ব্যক্তিগত নিরাপত্তা অফিসারের (পিএসও) কাঁধে চড়ে নদী পাড়ি দেন।

এ ব্যাপারে কৃষাণ লাল বলেন, এটা ক্ষমতার অপব্যবহার নয়। সরকার আমাকে সাহায্য করার জন্যই পিএসও নিয়োগ দিয়েছে। যদি সে আমাকে ছোট নদী পার হতে সাহায্য করে তাতে সমস্যা কোথায়।

তিনি বলেন, এটা বাধ্যগত শ্রম নয়। আমরা যখন ছোট নদী পার হচ্ছিলাম তখন সে নিজ ইচ্ছায় আমাকে তার কাঁধে বহন করে। আমরা একে অপরকে সাহায্য করার জন্য রয়েছি। আমরা উভয়েই জনগণের কর্মচারী।

বিধানসভার সদস্য হওয়ার আগে ওই এলাকায় বেশ কয়েক বছর ধরে চিকিৎসক হিসেবে কাজ করেন কৃষাণ।

এমএএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।