বিয়ের জন্য শিক্ষকের বিজ্ঞাপন, পাত্রীর থাকতে হবে ১০ কোটি টাকা

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৪:৪৪ পিএম, ০৯ জুলাই ২০১৯

বিয়ে করতে চান এক স্কুল শিক্ষক। কিন্তু তার বেশ কিছু শর্ত আছে। সেই শর্ত শুনলে চোখ কপালে উঠবে। বিয়ের জন্য উচ্চ-শিক্ষিত, ফর্সা, সুন্দরী, ঘরোয়া মেয়ে তো সবাই চান।

কিন্তু প্রাথমিক বিদ্যালয়ের ওই শিক্ষকের চাহিদা একেবারে ভিন্ন। তার বয়স ৪২ বছর। উচ্চতা ৫ ফুট ৭ ইঞ্চি। ওই শিক্ষক খবরের কাগজে নিজের বিয়ের বিজ্ঞাপন দিয়েছেন।

বিয়ের জন্য দেয়া ওই বিজ্ঞাপনে লিখেছেন, তিনি সুদর্শন, নিরামিশভোজী, তার মা পেনশনভোগী। ভারতের পশ্চিমবঙ্গের কালিয়াগঞ্জ শহরে তাদের বাড়ি। তবে চমকের শুরু এরপর থেকেই। পরিষ্কারভাবে ওই বিজ্ঞাপনে তিনি লিখেছেন যে, তিনি ঘরজামাই থাকতে চান।

এছাড়া পাত্রীকে হতে হবে ছোট ও উচ্চবিত্ত পরিবারের মেয়ে। শিলিগুড়িতে বাড়ি হতে হবে এবং পাত্রীর ১০ কোটি টাকার সম্পত্তি থাকতে হবে।

প্রকৃত বিয়ে করতে ইচ্ছুক এমন পাত্রীকে যোগাযোগ করতে বলা হয়েছে। তবে ওই বিজ্ঞাপনে যে নম্বর দেওয়া হয়েছে তাতে যোগাযোগ করা সম্ভব হয়নি।

টিটিএন/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।