সেনাবাহিনী ও বোকো হারামের মধ্যে সংঘর্ষে নিহত ৩০


প্রকাশিত: ০৩:২২ এএম, ২১ অক্টোবর ২০১৪

নাইজেরিয়ায় সেনাবাহিনী ও বোকো হারাম যোদ্ধাদের মধ্যে সংঘর্ষে অন্তত ৩০ জন নিহত হয়েছেন। এর মধ্যে ২৫ জন বোকো হারাম যোদ্ধা ও পাঁচজন বেসামরিক লোক।

সামরিক বাহিনী ও শহরের বাসিন্দারা সোমবার বিষয়টি জানিয়েছে। সরকারের ঘোষণা অনুযায়ী সোমবার থেকে পার্শ্ববর্তী দেশ চাদে উভয়পক্ষের মধ্যে আলোচনা শুরু হওয়ার কথা। সেই সঙ্গে ৬ মাস আগে অপহরণ করা দুই শতাধিক ছাত্রীকে মঙ্গলবারের মধ্যে ফিরিয়ে দেওয়ার কথা বোকো হারামের। কিন্তু তা না হয়ে উল্টো ঘটনা ঘটল।

প্রসঙ্গত, নাইজেরিয়া সরকার ও সেনাবাহিনীর পক্ষ থেকে সম্প্রতি বলা হয়, সরকার বোকো হারামের সঙ্গে অস্ত্রবিরতি চুক্তি সই করতে সম্মত হয়েছে। সেই সঙ্গে এ কথাও বলা হয়, মঙ্গলবারের মধ্যে বোকো হারাম অপহৃত দুই শতাধিক ছাত্রীকে ফেরত দেবে। আগস্ট মাসে চিবক শহর থেকে ওই ছাত্রীদের অপহরণ করে বোকো হারাম। তবে বোকো হারামের পক্ষ থেকে শুরু থেকেই এ বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।