উল্কার তৈরি পিস্তল নিলামে, দাম ১২ কোটি

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৭:৪২ পিএম, ০৭ জুলাই ২০১৯

চলতি মাসে নিলামে উঠছে দুটি পিস্তল। বিশ্বে প্রতিনিয়ত নানা ধরনের পিস্তল নিলামে ওঠলেও কখনও কখনও ঐতিহাসিক বা অন্যান্য কারণে কিছু পিস্তলের দাম ওঠে চমকে দেয়ার মতো। কিন্তু তাই বলে দুটি পিস্তলের সম্ভাব্য দাম ১২ কোটির উপর! কিন্তু যে দুটি পিস্তলের কথা বলছি তা আজ থেকে প্রায় ৪৫০ কোটি বছর পুরনো উল্কাপিণ্ডের ধাতু থেকে তৈরি হওয়ায় এত দাম।

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের ডালাস শহরে ‘হেরিটেজ অকশন’ নামে একটি নিলামকারী সংস্থা আগামী ২০ জুলাই পিস্তল দুটিকে নিলামে তুলবে। নিলাম সংস্থাটি ধারণা করছে, পিস্তল দুটির দাম ১৫ লাখ ডলারেরও বেশি উঠতে পারে। বাংলাদেশি মুদ্রায় যা ৮ থেকে ১২ কোটি টাকারও বেশি।

কেউ চাইলে পিস্তল দুটি একসঙ্গে কিনতে পারেন। আবার আলাদা আলাদা বিক্রির সুযোগও থাকছে নিলামে। নিলাম সংস্থা একত্রে পিস্তল দুটির ভিত্তিমূল্য নির্ধারণ করেছে ৯ লাখ ডলার। পিস্তল দুটি ধ্রুপদি কোল্ট ১৯১১ মডেলে বানানো হয়েছে।

আরও পড়ুন>> ৮ বছরের শিশু লিখতে পারে ১০৬ ভাষা

পিস্তলগুলো মুনিওনালুস্তা নামক উল্কাপিণ্ড থেকে পাওয়া ধাতু থেকে তৈরি। বিজ্ঞানীদের ধারণা, মুনিওনালুস্তা নামের এই উল্কার সৃষ্টি প্রায় ৪৫০ কোটি বছর আগে। আর আজ থেকে প্রায় ১০ লাখ বছর আগে তা পৃথিবীর বুকে আছড়ে পড়ে। পৃথিবীতে সব থেকে পুরনো যে উপাদানগুলোর পাওয়া যায় এটি তাদের মধ্যে অন্যতম।

১৯০৬ সালে উল্কাপিণ্ডটি সুইডেনে খুঁজে পাওয়া যায়। ১৯১১ সালে তা থেকে বন্দুক দুটি তৈরি করা হয়। কোল্ট ১৯১১ মডেলে তৈরি করেন লু বিয়োন্দোনামে এক বন্দুক নির্মাতা। আগামী ২০ জুলাই নিলামটি হবে কারণ অ্যাপোলো-১১ যানে করে চাঁদে মানুষের প্রথম পদার্পণের ৫০ বছর পূর্তি হবে ওই দিন।

পিস্তল দুটির নির্মাতা তার অভিজ্ঞতার কথা শোনাতে গিয়ে বলেন, ‘আপনি যদি কার্বন ইস্পাত, অ্যালুমিনিয়াম, স্টেইনলেস স্টিল একসঙ্গে মিশিয়ে তার সাথে কিছু হীরার টুকরা যোগ করেন তাহলে যেমন দেখতে হবে, উল্কার ধাতুও ঠিক তেমন।’

এসএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।