আফগানিস্তানে গোয়েন্দা বাহিনীর কার্যালয়ে বোমা হামলা, নিহত ১২

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০২:২৯ পিএম, ০৭ জুলাই ২০১৯

আফগানিস্তানে গোয়েন্দা বাহিনীর একটি কার্যালয়ে গাড়িবোমা হামলার ঘটনায় ১২ জন নিহত হয়েছে। এর মধ্যে আটজনই নিরাপত্তা বাহিনীর সদস্য এবং বাকি চারজন বেসামরিক।

ওই হামলায় আরও বেশ কয়েকজন আহত হয়েছে। এদের মধ্যে অধিকাংশই কাছাকাছি একটি স্কুলের শিক্ষার্থী। প্রাদেশিক কাউন্সিলের সদস্য হাসান রেজা ইউসাফি বলেন, রোববার গাজনি এলাকায় গোয়েন্দা বাহিনীর একটি কার্যালয় লক্ষ্য করে হামলা চালানো হয়।

ওই হামলার দায় স্বীকার করে বিবৃতি দিয়েছেন তালেবানের মুখপাত্র জাজিবুল্লাহ মুজাহিদ। এক বিবৃতিতে তিনি জানিয়েছেন, বেশ কয়েকজন গোয়েন্দা সদস্য নিহত হয়েছেন।

কাতারের রাজধানী দোহায় দু'দিন ব্যাপী শান্তি আলোচনা শুরু হয়েছে। আফগানিস্তানের দীর্ঘদিনের যুদ্ধ পরিস্থিতি থামাতে তালেবানের সঙ্গে শান্তি আলোচনা চলছে। এর মধ্যেই নতুন করে এই হামলার ঘটনা ঘটল।

শান্তি আলোচনায় যুক্তরাষ্ট্রের বিশেষ দূত জালমেই খালিজাদ বলেন, দোহায় তালেবানের সঙ্গে শান্তি আলোচনা আগের চেয়ে অনেক বেশি ফলপ্রসূ হচ্ছে।

টিটিএন/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।