তালেবানের মর্টার হামলায় নিহত ১৪

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৮:০১ পিএম, ০৬ জুলাই ২০১৯

আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় ফারিয়াব প্রদেশের একটি ব্যস্ত মার্কেটে তালেবানের মর্টার হামলায় অন্তত ১৪ জন নিহত ও আরও কয়েকজন আহত হয়েছেন।

আফগান সেনাবাহিনীর মুখপাত্র হানিফ রেজায়ি বলেছেন, ফারিয়াব প্রদেশের খাজা সাব্পুশ জেলার ওই মার্কেটটি সেনাবাহিনীর একটি চেকপয়েন্টের কাছে অবস্থিত। তালেবান ওই চেকপয়েন্ট লক্ষ্য করে মর্টার শেলটি নিক্ষেপ করেছিল বলে ধারণা করা হচ্ছে। কিন্তু তা লক্ষ্যভ্রষ্ট হয়ে মার্কেটে আঘাত হেনেছে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে, তালেবানের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ মর্টার হামলার অভিযোগ প্রত্যাখ্যান করে বলেছেন, সরকারি বাহিনী তালেবানের সঙ্গে সংঘর্ষের সময় ওই মর্টার শেল ছুড়েছিল এবং তা বাজারে এসে পড়ে। এমন সময় এই মর্টার হামলার ঘটনা ঘটল যখন আফগান সরকারকে বাইরে রেখে কাতারের দোহায় তালেবানের সঙ্গে দীর্ঘদিন ধরে আলোচনা চালাচ্ছে আমেরিকা।

সন্ত্রাসবাদ দমনের অজুহাতে আমেরিকা ১৮ বছর আগে আফগানিস্তানে হামলা চালায়। তারা তখন দাবি করেছিল, আফগানিস্তান থেকে সন্ত্রাসবাদের মূলোৎপাটন করা হবে। তবে এখন পর্যন্ত দেশটিতে শান্তি ও স্থিতিশীলতা ফিরে আসেনি। পার্সট্যুডে।

এসআইএস/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।