অসলোতে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে দূরবীন


প্রকাশিত: ০২:৫৭ পিএম, ১০ সেপ্টেম্বর ২০১৫

নরওয়ের অসলোতে ‘ডিজিটাল উইনার্স কনফারেন্স’ এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে দূরবীন ল্যাবস। বৃহস্পতিবার ঢাকার একটি হোটেলে আয়োজিত টেলিনর এর ‘ডিজিটাল উইনার’ বাংলাদেশ অ্যাপ প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে দূরবীন ল্যাবস এর প্রস্তুত করা দূরবীনকে বিজয়ী হিসেবে ঘোষণা করা হয়েছে।

চলতি বছরের ২১ থেকে ২৩ অক্টোবর নরওয়ের অসলোতে অনুষ্ঠিত হবে ডিজিটাল উইনার্স কনফারেন্স। নর্ডিক অঞ্চলের মিডিয়া, প্রযুক্তি এবং যোগাযোগ খাতের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ এবং উদ্ভাবকদের উপস্থিতিতে আয়োজিত হয় ডিজিটাল উইনার্স। এ বছর এই অনুষ্ঠানটির মূলভাব হচ্ছে শিক্ষা।

দূরবীন শিক্ষাকে আনন্দময় এবং সুলভ করার লক্ষ্যে তৈরি করা হয়েছে। পঞ্চম থেকে স্নাতক শ্রেণির শিক্ষার্থীরা এখানে তাদের শিক্ষা বিষয়ক সমস্যার সমাধান খুঁজে পাবেন। এই অ্যাপ বিভিন্ন ধারণাকে সহজভাবে শিক্ষার্থীদের কাছে তুলে ধরবে।

চূড়ান্ত পর্বের জন্য বিচারকরা অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মধ্য থেকে ৪টি অ্যাপ নির্বাচন করেছে। চূড়ান্ত নির্বাচিত চারটি অ্যাপ হচ্ছে টেকনোলাইভ এর আলোকবর্তিকা, টিম বাইনারি এর বাংলা বর্ণমালা, মোবিওঅ্যাপ এর বইপোকা এবং দূরবীন ল্যাবস এর দূরবীণ। এই অ্যাপ চারটির সবগুলোই শিক্ষা ভিত্তিক এবং অ্যান্ড্রয়েড বা উইন্ডোজ প্লাটফর্মের আধারে তৈরি।

ডিজিটাল উইনার্স প্রতিযোগিতার স্থানীয় আয়োজনের উদ্যোক্তা হলো গ্রামীণফোন এবং টেলিনর ডিজিটাল। চূড়ান্ত পর্বের বিচারক ছিলেন গ্রামীণফোনের হেড অফ এক্সটার্নাল কমিউনিকেশনস সৈয়দ তালাত কামাল, এসডি-ঢাকা এর সহ-প্রতিষ্ঠাতা ও সিএফও এম ফায়াজ তাহের এবং গ্রামীণফোন এর ডিজিটাল ও ডিভাইসের জেনারেল ম্যানেজার মুনতাসির হোসেন। নির্দিষ্ট সূচক ও বিধিমালা অনুযায়ী প্রতিযোগিতায় বিচারের মাধ্যমে বিজয়ী নির্বাচন করা হয়েছে।

আরএম/এসএইচএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।