বড় সংগঠনে ঝামেলা থাকবেই : মির্জা আব্বাস


প্রকাশিত: ১২:৪৯ পিএম, ২০ অক্টোবর ২০১৪

ছাত্রদলকে একটি বড় সংগঠন উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা মহানগর কমিটির আহ্বায়ক মির্জা আব্বাস বলেছেন, বড় সংগঠনে ঝামেলা থাকবেই। এ নিয়ে চিন্তার কিছু নেই। দ্রুতই সব ঠিক হয়ে যাবে।

সোমবার বিকেল ৪টার দিকে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক রুদ্ধদ্বার বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

এর আগে বেলা সোয়া ৩টার দিকে বৈঠকটি শুরু হয়। এতে অংশ নেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ছাত্র বিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি ও সহ সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু।

ধারণা করা হয়েছিল, ছাত্রদলের নতুন কমিটি নিয়ে তৈরি হওয়া জটিলতা নিরসনেই এই বৈঠকটির আয়োজন করা হয়েছে। কিন্তু বৈঠক শেষে মির্জা আব্বাস সাংবাদিকদের জানান, নির্দিষ্ট বা বিশেষ কোনো বিষয়ে আলোচনা হয়নি। এমনিতে সাধারণ আলোচনাই হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।