মাশরাফিদের জার্সির ভোটিং শুরু সোমবার
সোমবার থেকে শুরু হচ্ছে “অদম্য জার্সি ডিজাইন কন্টেস্ট” এর পাবলিক ভোটিং রাউন্ড। ভোটিং রাউন্ড চলাকালে রবি গ্রাহকরা পছন্দের ডিজাইন কোড টাইপ করে ২২০২০ এই নাম্বারে এসএমএস করে তাদের ভোট দিতে পারবেন। এছাড়া অনলাইনে ভোটের জন্য আগ্রহীদের www.wearetigers.com.bd সাইট ভিজিট করতে হবে।
ভোটিং রাউন্ড শেষ হলে বিচারক আর জনগণের সম্মিলিত ভোটে শ্রেষ্ঠ ডিজাইনটি নির্বাচন করা হবে। আগামী অক্টোবরে গালা ইভেন্টের মাধ্যমে বিজয়ী ঘোষণা করা হবে।
এর আগে ঘোষনা করা হয়েছিল নির্বাচিত ১১টি জার্সিতে সংক্ষিপ্ত কোডসহ বিজ্ঞাপন প্রচার করবে রবি। মূলত জনগণের মতামত গ্রহণই জার্সি ডিজাইনের বিজ্ঞাপনের উদ্দেশ্য।
দেশের অন্যতম শীর্ষ মোবাইল ফোন অপারেটর এবং জাতীয় ক্রিকেট দলের গর্বিত পৃষ্ঠপোষক রবি আজিয়াটা লিমিটেড বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাথে যৌথভাবে এ জার্সি ডিজাইন প্রতিযোগিতার আয়োজন করে।
উল্লেখ্য, বাংলাদেশের লাখো ক্রিকেট ভক্তদের জন্য আয়োজিত টাইগারদের জার্সি ডিজাইনের এই প্রতিযোগিতায় জমা পড়া জার্সি থেকে সেরা ১১ ডিজাইন বাছাই করা হয়েছে।
আরটি/এমআর