প্রাণ আপ কিনলেই থাইল্যান্ড ভ্রমণের সুযোগ!


প্রকাশিত: ০৮:৫৬ এএম, ১০ সেপ্টেম্বর ২০১৫

কোমল পানীয় প্রাণ আপ পান করে থাইল্যান্ড ভ্রমণের সুবর্ণ সুযোগ দিচ্ছে দেশের অন্যতম বৃহৎ শিল্প পরিবার প্রাণ-আরএফএল গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান প্রাণ বেভারেজ। বৃহস্পতিবার রাজধানীর মধ্য বাড্ডায় অবস্থিত প্রাণ-আরএফএল সেন্টারে এক সংবাদ সম্মেলনে ‘প্রাণ আপ লাইভ ইন থাইল্যান্ড’ অফারের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন প্রাণ বেভারেজ লিমিটেডের চিফ অপারেটিং অফিসার মো. আনিসুর রহমান।

সংবাদ সম্মেলনে অফারটি সম্পর্কে বিস্তারিত তুলে ধরে হেড অব মার্কেটিং (প্রাণ বেভারেজ) আতিকুর রহমান বলেন, প্রাণ আপের লেভেল ঘষে বিশেষ অফারের আকর্ষণীয় পুরস্কার থাকছে থাইল্যান্ড ভ্রমণের। এ সুযোগ পাবেন সর্বোচ্চ দশজন। এছাড়াও রয়েছে- এলইডি টিভি, টি-শার্ট, নগদ টাকা, ফরক্র্যাক বিস্কুট, প্রাণ ঝালমুড়িসহ অসংখ্য পুরষ্কার।

কোমল পানীয় প্রাণ আপ এর ২৫০ ও ৫০০ মি. লিটার এবং ১ ও ২ লিটার বোতলের লেবেলের নির্দিষ্ট স্থানে স্ক্র্যাচ করার মাধ্যমে ক্রেতারা এই অফারে অংশগ্রহণ করতে পারবেন। থাইল্যান্ড ভ্রমণের সুযোগ ছাড়াও ২৫০ মি. লিটারে সর্বনিম্ন ক্যান্ডি, ৫০০ মি. লিটারে ঝালমুড়ি, ১ লিটারে প্রাণ বিস্কুট ও ২ লিটারে সর্বনিম্ন ঝাল চানাচুর পাওয়া যাবে।

প্রাণ আপ দেশের কোমল পানিয়গুলোর মধ্যে দ্বিতীয়। দেশের সীমানা ছাড়িয়ে বিশ্বের প্রায় ১০টি দেশে প্রাণ আপ রফতানি হচ্ছে উল্লেখ করে আতিকুর রহমান বলেন, বিদেশি কোম্পানির পণ্যে যখন বাংলাদেশ সয়লাব তখন প্রাণ দেশিয় পণ্য কিনতে মানুষকে উদ্বুদ্ধ করছে। এরই অংশ হিসেবে এ অফার।

সিইও মো. আনিসুর রহমান বলেন, আমাদের উদ্দেশ্য ক্রেতাকে কিছু দেওয়া। তারা কিছু না পেলে আমাদের ব্র্যান্ডের দিকে আকৃষ্ট হবে না। দোকানদারকে আমরা অনেক সুবিধা দেই কিন্তু ক্রেতারাই আমাদের আসল কিং। তাদের অতিরিক্ত কিছু দিতেই আমাদের এ অফার। ক্রেতারা প্রাণ আপ খেলে প্রাণেরই কিছু অতিরিক্ত গিফট পাবে। থাইল্যান্ডে মানুষ বেড়াতে যেতে ভালোবাসে বলে প্রথম পুরস্কারে আমরা থাইল্যান্ড ভ্রমণের সুযোগ রেখেছি।

আনিসুর রহমান বলেন, অনেকে অফার দিয়ে গিফট দেয় না। কিন্তু  প্রাণ মানুষকে যে ওয়াদা দেয় তা অবশ্যই পালন করে।

এক মাস আগে থেকেই বাজারে অফারটি ছাড়া হয়েছে। স্টক থাকা পর্যন্ত অর্থাৎ আগামী ২ মাস এ অফার চলবে বলে জানান তিনি।

এ সময় প্রাণ বেভারেজ লিমিটেডের হেড অব মার্কেটিং মো. আতিকুর রহমান ছাড়াও ক্যাটাগরি ম্যানেজার মনিরুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এসআই/আরএস/এআরএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।