এবার শরণার্থীদের সাহায্যে পিএসজি


প্রকাশিত: ০৭:৩৭ এএম, ১০ সেপ্টেম্বর ২০১৫

যুদ্ধ বিধ্বস্ত সিরিয়া থেকে বর্তমানে লক্ষ্যাধিক শরণার্থী ইউরোপের বিভিন্ন দেশে পাড়ি দিচ্ছে। পর্তুগিজ ক্লাব পোর্তো ও স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ অর্থ সহায়তা দিয়ে শরণার্থীদের পাশে দাঁড়িয়েছে। এবার ফ্রেঞ্চ ক্লাব প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) সিরিয়ার শরণার্থীদের সাহায্যে ১ মিলিয়ন ইউরো দেওয়া ঘোষণা দিয়েছে।

পিএসজি`র এক বিবৃতিতে দলটির চ্যারিটি প্রেসিডেন্ট জুলিয়েন লাউপ্রেতে বলেন, `আমরা ইতোমধ্যে ফ্রান্সের দুর্বল শিশুদের সাহায্যে বেশ কাজ করেছি। আর এবার আমরা শরণার্থীদের সাহায্যে এগিয়ে আসতে চাই।`

এদিকে সিরিয়ায় বর্তমান অভিবাসন সংকট মোকাবেলায় এগিয়ে আসছে ইউরোপের দেশগুলো। এছাড়া ইউরোপিয়ান ফুটবল সংস্থা উয়েফা জানিয়েছে, চ্যাম্পিয়ন্স লিগ ও ইউরোপা লিগের প্রত্যেকটি বিক্রিত টিকিটের মূল্য থেকে ১ ইউরো শরণার্থীদের সহায়তায় দেওয়া হবে।

এমআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।