ওয়ানডেতেও ভারতের অধিনায়ক হচ্ছেন কোহলি!


প্রকাশিত: ০৬:৪৫ এএম, ১০ সেপ্টেম্বর ২০১৫

চারটি টেস্ট, পাঁচটি ওয়ানডে ও তিনটি টি-টোয়ান্টি ম্যাচ খেলতে সেপ্টেম্বরে ভারত সফরে যাচ্ছে দক্ষিণ আফ্রিকা। উক্ত সিরিজে টেস্টের ন্যায় ওয়ানডেতেও কোহলিকেই ভারতীয় দলের অধিনায়ক হিসেবে দেখা যেতে পারে বলে আলোচনা চলছে।

ধোনি টেস্ট ক্রিকেট থেকে অবসর নেয়ার পর গত আট মাস যাবত ভিন্ন ফর্ম্যাটে দুই অধিনায়কের পক্ষে মত দিয়ে আসছেন নির্বাচকরা। কোহলির নেতৃত্বে সম্প্রতি শ্রীলংকা সফরে টেস্ট সিরিজ জয় করে ভারতীয় দল এবং চার বছরের মধ্যে বিদেশের মাটিতে এটাই ছিল টিম ইন্ডিয়ার দেশের বাইরে প্রথম টেস্ট সিরিজ জয়। তাই সকল ফর্মেটেই দিল্লি ব্যাটসম্যানকে অধিনায়ক হিসেবে দেখতে চান অনেকেই।

তবে নাম প্রকাশ না করার শর্তে একটি সূত্র স্থানীয় এক্সপ্রেস পত্রিকাকে জানিয়েছে, `আগের বৈঠকেও সব ফর্মেটে কোহলিকে অধিনায়ক করার বিষয়ে আলোচনা হয়েছে। তবে এ বিষয়টিও মনে রাখতে হবে যে, এ যাবতকালে ভারতীয় দলের সবচেয়ে সফল অধিনায়ক ধোনি। কোহলি কেবলমাত্র অধিনায়কত্ব শুরু করেছেন।`

উল্লেখ্য, টি-টোয়েন্টি এবং ওয়ানডে দল নির্বাচন করতে আগামী ১৫ সেপ্টেম্বর দিল্লিতে বৈঠকে বসবে নির্বাচকরা।

এমআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।