ভিসা ছাড়াই ইরানে সফর করতে পারবেন চীনা নাগরিকরা

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৮:৪৭ এএম, ০১ জুলাই ২০১৯

ভিসা ছাড়াই ইরানে সফর করার সুবিধা পাবেন চীনের নাগরিকরা। এ বিষয়ে ইরান সরকার নতুন একটি আইন পাস করেছে। খবর পার্স ট্যুডে।

নতুন এই আইন অনুযায়ী, ইরান সফরের ক্ষেত্রে চীনা পর্যটকদেরকে ভিসা সংক্রান্ত কোনো আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে হবে না। শনিবার ইরানের প্রেসিডেন্টের দফতরের জনসংযোগ কার্যালয় এক রিপোর্টে জানিয়েছে, গত ২৩ জুন ইরানি মন্ত্রিসভা এ আইন পাস করেছে।

এর আগে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং সংস্কৃতি ঐতিহ্য, হস্তশিল্প ও পর্যটন সংস্থাগুলোর পক্ষ থেকে সরকারকে এ বিষয়ে পরামর্শ দেয়া হয়েছিল।

সরকার বিষয়টি বিবেচনায় নিয়েছে। ভিসামুক্ত সুবিধা দেয়ার পর ধারণা করা হচ্ছে- ইরানে চীনা ব্যবসায়ী ও পর্যটকের সংখ্যা অনেক বেড়ে যাবে।

টিটিএন/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।