দুবাইয়ে বারে আটকে রাখা হয়েছিল ৪ তরুণীকে

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:০৭ এএম, ৩০ জুন ২০১৯

ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানিতে চাকরি দেওয়ার নামে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে দুবাইতে নিয়ে যাওয়া হয়েছিল। তারপর সেখানকার একটি বারে নাচ-গান করতে বাধ্য করা হয়েছিল চার ভারতীয় তরুণীকে।

চাকরিতে যোগ দেওয়ার আগে তাদের কেউ ঘুণাক্ষরেও বুঝতে পারেননি নিয়োগকর্তা তাদের মিথ্যা বলে অন্য কোন কাজে নিয়ে যাচ্ছে। সবকিছু যখন পরিষ্কার হলো তখন ভাগ্য মেনে নেওয়া ছাড়া আর উপায় কোন উপায় ছিল না ওই তরুণীদের। কারণ ততদিনে তাদের ফেরার পথ বন্ধ করে দেওয়া হয়েছিল।

এর মধ্যেই এক তরুণী সুযোগ বুঝে হোয়াটসঅ্যাপে পরিবারের কাছে পুরো পরিস্থিতি জানায়। তার পরিবার চুপ করে বসে থাকতে পারেনি। দুবাইয়ে ভারতীয় কনস্যুলেটের দ্বারস্থ হন তারা।

পরে ভারতীয় কনস্যুলেটের তত্পরতায় সেখানকার একটি বার থেকে তামিলনাড়ুর ওই চার তরুণীকে উদ্ধার করেছে দুবাই পুলিশ। পুলিশকে ওই তরুণীরা জানিয়েছেন, জোর করে বারে আটকে রাখা হয়েছিল তাদের।

ইচ্ছার বিরুদ্ধে তাদের নাচ-গানও করতে হচ্ছিল। উদ্ধার হওয়া ওই তামিল তরুণীদের ভারতে ফেরানোর তোড়জোড় করছে কনস্যুলেট। যে কোন সময় তাদের দেশে ফেরত পাঠানো হবে।

টিটিএন/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।