কক্সবাজারে ইয়েস’র কমিটি গঠন


প্রকাশিত: ০৬:০০ পিএম, ০৯ সেপ্টেম্বর ২০১৫

কক্সবাজারের পরিবেশবিষয়ক সংগঠন ইয়ুথ এনভায়রনমেন্ট সোসাইটি (ইয়েস)’র কমিটি গঠন করা হয়েছে। বুধবার বিকেলে শহরের এক অভিজাত হোটেলে সভা শেষে এ কমিটি গঠন করা হয়। গঠিত কমিটির কর্মকর্তারা হলেন সভাপতি এম. ইব্রাহিম খলিল মামুন, সাধারণ সম্পাদক সায়ীদ আলমগীর, সাংগঠনিক সম্পাদক দীপন বিশ্বাস, অর্থ সম্পাদক আমিরুল ইসলাম মো. রাশেদ, প্রচার ও দফতর সম্পাদক মুহাম্মদ শাহজাহান এবং নির্বাহী সদস্য জাবেদ ইকবাল চৌধুরী ও নুসরাত জাহান রিপা।

গঠিত কমিটির কর্মকর্তা ও সদস্যদের মতামতের ভিত্তিতে পাঁচ সদস্যের একটি উপদেষ্টা কমিটি গঠন করা হয়েছে। উপদেষ্টা কমিটির সদস্যরা হলেন দৈনিক দৈনন্দিন’র প্রধান সম্পাদক ও জেলা আওয়ামী লীগ সদস্য রাশেদুল ইসলাম, জেলা আওয়ামী লীগের একমাত্র নারী প্রতিনিধি নাজনীন সরওয়ার কাবেরী, বিটিভির কক্সবাজার প্রতিনিধি  ও কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহেদ সরওয়ার সোহেল, দৈনিক হিমছড়ির ভারপ্রাপ্ত সম্পাদক ও সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার’র সাধারণ সম্পাদক হাসানুর রশীদ এবং কক্সবাজার রিপোর্টার্স ইউনিটির সভাপতি, মানবজমিনের স্টাফ রিপোর্টার রাসেল চৌধুরী।

জেলার পরিবেশ বিপর্যয় রোধে কার্যকর ভূমিকা পালনে সংগঠনের নেতৃবৃন্দ সকলের সহযোগিতা কামনা করেছেন।

সায়ীদ আলমগীর/এমএএস/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।