বিএনপি নেতা আমানের জামিন মঞ্জুর
নাশকতার অভিযোগে রাজধানীর মিরপুর থানায় পুলিশের দায়ের করা দুই মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব আমানউল্লাহ আমানকে জামিন দিয়েছেন হাইকোর্ট। আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত জামিন পেয়েছেন বলে জানান আমিনের আইনজীবী সগীর হোসেন লিওন।
জামিন আবেদন শুনানি করে বুধবার হাইকোর্টের বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি মো. খসরুজ্জামানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন।
আদালতে আমানের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট জয়নুল আবেদীন। সঙ্গে ছিলেন সগীর হোসেন লিওন। জামিনের বিরোধীতা করে আদালতে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ফজলুর রহমান খান।
গত রোববার আমানের জামিন চেয়ে আবেদন করেন আইনজীবী অ্যাডভোকেট সগির হোসেন লিওন। ওই অবেদনের শুনানি শেষে বুধবার এই আদেশ দেন আদালত।
প্রসঙ্গত, চলতি বছরের জানুয়ারি মাসে অবরোধ চলাকালে নাশকতার অভিযোগে আমানের বিরুদ্ধে মিরপুর থানায় এ মামলা দুটি করে পুলিশ। আমানের বিরুদ্ধে মোট ৬৯ মামলার মধ্যে ২২ টিতে জামিন পেয়েছেন।বর্তমানে আমানুল্লাহ আমান বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
এফএইচ/এসকেডি/আরআইপি