অটিষ্টিকদের নিয়ে প্রথম চলচ্চিত্রের যাত্রা শুরু
অটিষ্টিকদের গল্প নিয়ে দেশে প্রথম নির্মিত হতে যাচ্ছে চলচ্চিত্র ‘পুত্র’। বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের উদ্যোগে এবং বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের প্রযোজনায় চলচ্চিত্রটির সার্বিক তত্ত্বাবধানে থাকবে ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড। হারুন রশীদের কাহিনী ও সংলাপে চলচ্চিত্রটির চিত্রনাট্য ও পরিচালনা করবেন সাইফুল ইসলাম মান্নু।
এ উপলক্ষে বুধবার বিকেল ৫টায় চ্যানেল আই ভবনের ছাদ বারান্দায় এক মহরত অনুষ্ঠানের আয়োজন করা হয়। মহরত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড, চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ লিয়াকত আলী খান, বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের পরিচালক (ফিল্ম) শিবপদ মন্ডল।
এ চলচ্চিত্রে অটিষ্টিক একটি ছেলের মূল চরিত্রে অভিনয় করবেন একজন নবাগত শিশুশিল্পী লাজিম। এছাড়াও চলচ্চিত্রটিতে জয়া আহসান ও সাবেরী আলমের অভিনয়ের সম্ভাবনা রয়েছে।
অটিষ্টিক শিশুদের সমাজে বোঝা মনে করা হয়। কিন্তু সঠিকভাবে তাদের যত্ন নিলে এবং একটি সুস্থ মানসিকতা নিয়ে তাদের সঙ্গে মিশলে তারাও স্বাভাবিকের মতো হতে পারে- এমনই গল্পে চলচ্চিত্রটিতে একজন অটিষ্টিক শিশুকে মিউজিক থেরাপির মাধ্যমে সম্পুর্ণ ভালো করে তোলার মতো একটি মহতি প্রচেষ্টাকে দেখানো হয়েছে।
অটিজমের সঠিক ধারণা, অটিষ্টিকদের সৃজনশীলতা এবং সামাজিক মুল্যবোধের বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষে দেশের চলচ্চিত্র অঙ্গনে যুক্ত হতে যাচ্ছে পুত্র নামের এই নতুন চলচ্চিত্রটি। চলচ্চিত্রটির শুটিং হবে ঢাকা, সাভার ও রাজবাড়ির বিভিন্ন লোকেশনে।
এলএ/আরআইপি