ভান্ডারিয়ায় লেবার পার্টির সাংগঠনিক সম্পাদক গ্রেফতার
পিরোজপুরের ভান্ডারিয়ায় কেন্দ্রীয় লেবার পার্টির সাংগঠনিক সম্পাদক সালমান খানকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দুপুরে উপজেলার পৈকখালী বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, স্থানীয় লোকজন জড়ো করে সালমান জামায়াত-শিবিরের পক্ষে জনমত সৃষ্টি করছে- এমন সংবাদের ভিত্তিতে
তাকে গ্রেফতার করা হয়।
এ বিষয়ে ভান্ডারিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান তালুকদার বলেন, তিনি লেবার পার্টির নেতা পরিচয় দিলেও এর আগে সালমান শিবিরের গৌরিপুর ইউনিয়ন সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
হাসান মামুন/এআরএ/পিআর