সৌদির ২ বিমানবন্দরে হামলা

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৩:২০ পিএম, ২৬ জুন ২০১৯

ইয়েমেনের আনসারুল্লাহ সমর্থিত সেনাবাহিনী আবারও সৌদি আরবের আবহা ও জিযান বিমানবন্দরে হামলা চালিয়েছে। দু’টি বিমানবন্দরেই জঙ্গিবিমানের হ্যাঙ্গারসহ সামরিক অবস্থানে হামলা চালানো হয়েছে।

আল-মাসিরা টিভি চ্যানেল জানিয়েছে, সামরিক বাহিনীর ড্রোন ইউনিট মঙ্গলবার রাতে বিমানবন্দরে হামলা চালিয়েছে। ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি এ সম্পর্কে বলেন, তাদের ড্রোন জঙ্গি বিমানের হ্যাঙ্গার ও কয়েকটি সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে।

ইয়েমেনের বিরুদ্ধে অব্যাহত হামলা এবং সর্বাত্মক অবরোধের পাল্টা জবাব হিসেবে তারা এই আঘাত হেনেছেন বলে জানান তিনি।

ইয়াহিয়া সারি আরও বলেন, আমরা আগেই বলেছি সৌদি আরবের বিমানবন্দর এবং সামরিক ঘাঁটি আর নিরাপদ থাকবে না। যতদিন পর্যন্ত আমাদের ওপর হামলা ও অবরোধের অবসান না ঘটবে ততদিন পর্যন্ত আমাদের পাল্টা আঘাত অব্যাহত থাকবে।

তিনি সৌদি আরবের দক্ষিণাঞ্চলে তৎপর বিভিন্ন কোম্পানি এবং বেসামরিক লোকদের উদ্দেশে বলেন, আপনারা বিমানবন্দর, সামরিক ঘাঁটি ও এর আশেপাশের এলাকাগুলো থেকে দূরে অবস্থান গ্রহণ করুন। এর আগেও ইয়েমেনের সামরিক বাহিনী আবহা ও জিযান বিমান বন্দরে হামলা চালিয়েছে বলে অভিযোগ তুলেছে সৌদি।

টিটিএন/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।