ইয়েমেনে আইএস নেতাকে আটকের দাবি সৌদির

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২:২২ পিএম, ২৬ জুন ২০১৯

জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) ইয়েমেন শাখার এক নেতাসহ বেশ কয়েকজনকে আটক করা হয়েছে বলে দাবি করেছে সৌদি আরবের বিশেষ বাহিনী। মঙ্গলবার ইয়েমেনে লড়াইরত সৌদি নেতৃত্বাধীন জোট এ তথ্য নিশ্চিত করেছে।

জোটের বরাত দিয়ে সংবাদ সংস্থা এসপিএ জানিয়েছে, গত ৩ জুন সৌদি এবং ইয়েমেনি বাহিনী একটি বাড়িতে অভিযান চালিয়ে ওই নেতাদের আটক করে। আইএসের নেতা আবু ওসামা আল মুহাজের, দলটির প্রধান অর্থনৈতিক কর্মকর্তাসহ বেশ কয়েকজন সদস্যকে আটক করা হয়েছে বলে দাবি করা হয়েছে।

ওই বিবৃতিতে বলা হয়েছে, সেখানে ১০ মিনিটের ওই অভিযানে অস্ত্র, গোলাবারুদ ও টেলিযোগাযোগের বেশ কিছু ডিভাইস জব্দ করা হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, ওই বাড়িতে তিন নারী এবং আরও তিন শিশু ছিল। কিন্তু অভিযানে কোন বেসামরিকের কোন ক্ষয়ক্ষতি হয়নি।

জোটের পক্ষ থেকে বলা হয়েছে, বিশেষ বাহিনীর এই অভিযানটিকে ইয়েমেনে আইএসের জন্য বড় ধরনের বিপর্যয় বলে মনে করা হচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, যুক্তরাষ্ট্র এই অভিযানে সহযোগিতা করেছে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু বলেননি তিনি।

টিটিএন/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।