বালু ব্যবসাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আহত ৮


প্রকাশিত: ১১:১৮ এএম, ০৯ সেপ্টেম্বর ২০১৫

নারায়নগঞ্জের রূপগঞ্জে একটি আবাসন প্রকল্পে ড্রেজারের মাধ্যমে বালুর ব্যবসার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের ধাওয়া পাল্টা-ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে উভয়পক্ষের অন্তত আটজন আহত হয়েছেন। বুধবার ভোর রাতে উপজেলার সদর ইউনিয়নের জাঙ্গীর এলাকায় ঘটে এ ঘটনা।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, জাঙ্গীর এলাকার ঢাকা ভিলেজ নামে একটি আবাসন প্রকল্পে ড্রেজারের মাধ্যমে বালু ভরাটের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় আলমগীর হোসেনের সঙ্গে আরিফ মিয়ার বিরোধ চলে আসছিল। ওই বিরোধের জের ধরে জাঙ্গীর কুদুর মার্কেট এলাকায় আরিফ মিয়াসহ তাদের লোকজন আলমগীরের উপর হামলা চালায়। এ সময় আলমগীরের লোকজনও অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়ে পাল্টা হামলা চালায়।

এতে উভয়পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা-ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে উভয়পক্ষের আলমগীর হোসেন, ইশাদ মিয়া, আরিফ হোসেন, শরীফ মিয়া, মাহাবুবসহ অন্তত আটজন আহত হন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

এদিকে, আলমগীর হোসেনের পক্ষে তার ভাই জাহাঙ্গীর হোসেন এ ঘটনাকে কেন্দ্র করে রূপগঞ্জ থানায় একটি মিথ্যা চাঁদাবাজির অভিযোগ দায়ের করেছেন বলেও দাবি করেছেন প্রতিপক্ষের লোকজন।

এলাকাবাসী জানান, উভয়পক্ষের লোকজনই এলাকায় বালুর ব্যবসা থেকে শুরু করে বিভিন্ন আধিপত্য বিস্তার নিয়ে ধাওয়া পাল্টা-ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটিয়েছে। এছাড়া এলাকায় বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডেরও অভিযোগ রয়েছে। তাদের কাছে স্থানীয় এলাকাবাসীও জিম্মি হয়ে পড়েছে। উভয়পক্ষের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান এলাকাবাসী।

এ বিষয়ে রূপগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল ইসলাম বলেন, এ ধরনের ঘটনার সংবাদ পেয়েছি। এক পক্ষ অভিযোগ দিয়েছেন। ঘটনাস্থল পুলিশ পাঠিয়ে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।

মীর আব্দুল আলীম/এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।