হবিগঞ্জ সীমান্ত দিয়ে আসছে মাদকের চালান


প্রকাশিত: ০৭:৪১ এএম, ০৯ সেপ্টেম্বর ২০১৫

হবিগঞ্জের সীমান্ত এলাকা দিয়ে প্রতিনিয়ত মাদকের চালান প্রবেশ করছে। প্রায় প্রতিদিনই র‌্যাব, বিজিবি, পুলিশ মাদকের চালান আটক করলেও পাচার থামছে না। তবে এ বিষয়ে র‌্যাব কঠোর অবস্থান নিয়েছে বলে দাবি করেন র‌্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের কোম্পানি কমান্ডার কাজী মনিরুজ্জামান।

বুধবার দুপুরে সংবাদ সম্মেলনে এমন দাবি করেন তিনি। শ্রীমঙ্গল ক্যাম্পে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি জানান, জেলার মনতলা ও মেরাশানী সীমান্ত দিয়ে প্রতিনিয়ত মাদক ব্যবসায়ীরা দেশের অভ্যন্তরে মাদক এনে বিভিন্ন স্থানে পাচার করছে। ঈদ-উল-আযহা উপলক্ষে তারা আরো সক্রিয় হয়ে উঠেছে। তাদের এ তৎপরতা রোধে র‌্যাবও কঠোর অবস্থান নিয়েছে।

এর অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে শায়েস্তাগঞ্জ গোলচত্বরে চেকপোষ্ট বসিয়ে একটি জিপ গাড়িতে তল্লাশি চালানো হয়। গাড়ি থেকে ৫০ কেজি গাজাসহ মাদক ব্যবসায়ী আহমেদ শওকতকে (৩৪) আটক করা হয়।

আটক আহমেদ শওকত মৌলভীবাজার জেলার বর্ষিজোড়া গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে। শওকত হবিগঞ্জে কুখ্যাত মাদক সম্রাট মো. সৈয়দ আলীর অন্যতম সহযোগী। সৈয়দ আলী বর্তমানে কারাগারে আটক রয়েছেন। তাদের অপর সহযোগী মৌলভীবাজার সদরের স্টেডিয়ামপাড়ার মো. শফিক (৪০) পলাতক রয়েছেন।

সৈয়দ এখলাছুর রহমান খোকন/এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।