কেঁপে উঠল ইতালি

জমির হোসেন
জমির হোসেন জমির হোসেন , ইতালি প্রতিনিধি ইতালি
প্রকাশিত: ১২:৫৪ পিএম, ২৪ জুন ২০১৯

ইতালির রোমে ৩ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। স্থানীয় সময় রোববার (২৩ জুন) দিবাগত রাত ২টা ৪৩ মিনিটে রাজধানীর মেট্রোপলিটন সিটি কলোনা থেকে এক কিলোমিটার দূরে ৯ কিলোমিটার গভীরে এ ভূমিকম্প অনুভূত হয়।

রাজধানীর তলদেশে, বিশেষ করে রাজধানীর উত্তর ও পূর্বাঞ্চলীয় অঞ্চলে কম্পনটি অনুভূত হয়। এর ফলে মুহূর্তে আতঙ্কিত হয়ে অনেকেই ঘর-বাড়ি, দোকান, ক্লাব, বার থেকে রাস্তায় নেমে আসে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

স্থানীয় সংবাদ মাধ্যমের তথ্য মতে, প্রথম কম্পনের এক ঘণ্টা পর দ্বিতীয় কম্পন অনুভূত হয় সান সিসারিও, গ্যালিকানোকো, লাজিও, জাগরোলো এবং মন্টে কম্পাতরি পৌরসভার কাছাকাছি। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ১ দশমিক ৬।

এসআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।