ভালোবেসে নয়, ফ্রি খেতেই পুরুষের সঙ্গে ডেটে যান নারীরা

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:২০ এএম, ২৪ জুন ২০১৯

ফ্রিতে খাবার খেতেই পুরুষের সঙ্গে ডেটে যান নারীরা। সম্প্রতি এক গবেষণায় এমন চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে যে, প্রতি চারজনের মধ্যে একজন নারীই এমন করে থাকেন।

পুরুষসঙ্গীর সঙ্গে অনেক নারীই কোনও সম্পর্কের টানে বাইরে ঘুরতে যান না। বরং তারা ফ্রিতে খাবার খেতে যান। এমন অভ্যাসকে ‘ফুডি কল’ নাম দেওয়া হয়েছে।

ক্যালিফোর্নিয়ার আজুসা প্যাসিফিক বিশ্ববিদ্যালয় এবং ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া-মার্সডে সম্প্রতি এই সমীক্ষা চালিয়েছে। সেখানে দেখা গেছে যে, ৩৩ শতাংশের মধ্যে ২৩ শতাংশ নারীই এই ফুডি কলে আক্রান্ত। তবে এ নিয়ে তাদের মনে কোনও হিনমন্যতাও কাজ করে না।

তারা মনে করছেন এ ধরণের অভ্যাসের মধ্যে কোনও লজ্জা নেই। তাই তারা নির্দ্বিধায় পুরুষসঙ্গীর সঙ্গে ডেটে যাচ্ছেন। তবে এক্ষেত্রে ব্যতিক্রম অনেক ঘটনাও আছে। অনেকেই এ ধরণের বদভ্যাসে বিশ্বাসী নন। তারা সঙ্গীর সঙ্গে সময় কাটাতেই ডেটে যাচ্ছেন, খাবারের জন্য নয়।

টিটিএন/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।